Home> বিনোদন
Advertisement

উর্বশীকে অনভিপ্রেত স্পর্শ বনির, খবর প্রকাশে রেগে গেলেন অভিনেত্রী

 যেখানে গিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা, প্রযোজক বনি কাপুরের মতো ব্যক্তিত্বও। 

উর্বশীকে অনভিপ্রেত স্পর্শ বনির, খবর প্রকাশে রেগে গেলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: ৩১ মার্চ জয়ন্তীলাল গাডা পুত্র অক্ষয় গাডার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের বেশকিছু সেলিব্রিটি। যেখানে গিয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা, প্রযোজক বনি কাপুরের মতো ব্যক্তিত্বও। 

অনুষ্ঠানে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় প্রকাশ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলাকে খারাপভাবে স্পর্শ করতে দেখা যায় প্রযোজক বনি কাপুরকে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। একটি অনলাইন সংবাদ সংস্থার তরফে সেই খবর প্রকাশ্যে আনা হয়। 

আরও পড়ুন-লুকিয়ে বাগদান সেরে ফেলেছেন রণবীর-আলিয়া!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এদিকে এধরনের খবর প্রকাশিত হওয়ায় টুইটারে সংবাদমাধ্যমকে একহাত নেন বছর ২৫ এর অভিনেত্রী। পাল্ট প্রশ্ন তোলেন, আপনারাই নারী স্বাধীনতা, নারী শক্তির কথা বলেন, আবার আপনারাই এধরনের খবর প্রকাশ্যে আনেন? এটা কি কোনও খবর?

fallbacks

এদিকে উর্বশীর এধরনের পোস্টে নেটিজেনরা অভিনেত্রীকেই পাল্টা আক্রমণ করেন। অনেকেই পাল্টা প্রশ্ন তোলেন, বি-টাউনে যেখানে #MeToo মুভমেন্ট চলছে। অনেকেই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলছেন, সেখানে উর্বশী কীভাবে এটাকে এড়িয়ে যেতে পারেন? কেউ আবার উর্বশীকে আক্রমণ করে বলেন, সংবাদসংস্থার বিরুদ্ধে তোপ না দেগে উর্বশীর উচিত ছিল বনি কাপুরকে চড় কষানো। 

আরও পড়ুন-শাহরুখের বিশেষ অভ্যাসের কথা ফাঁস করলেন গৌরী

দেখুন কে কী লিখেছেন...

fallbacks

fallbacks

fallbacks

প্রসঙ্গত, আগামী ছবি 'পাগলপান্তি'-তে দেখা যবে অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। এর আগে হেট স্টোরি-২ এ অভিনয় করে খবরে উঠে এসেছিলেন উর্বশী। 

আরও পড়ুন-টাইগারকে 'এপ্রিল ফুল' করলেন অনন্যা, দেখুন ভিডিও...

Read More