নিজস্ব প্রতিবেদন : প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি আন্টি ওরফে নার্গিস রাবাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শাম্মি আন্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে প্রিয়া দত্ত প্রত্যেকেই।
আরও পড়ুন : মৃত্যুর ১৫ দিন আগে কেন আচমকা রানিকে ডেকে পাঠিয়েছিলেন শ্রীদেবী?
T 2735 - Shammi Aunty .. prolific actress, years of contribution to the Industry, dear family friend .. passes away ..!!
— Amitabh Bachchan (@SrBachchan) March 6, 2018
A long suffered illness, age ..
Sad .. slowly slowly they all go away .. pic.twitter.com/WYvdhZqo8X
শাম্মি আন্টির মৃত্যুতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ বচ্চন। শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়া দত্ত-ও। তিনি বলেন, তাঁর মা নার্গিসের প্রিয় বন্ধু ছিলেন শাম্মি আন্টি। তাঁর মত অভিনেত্রীকে সবাই মনে রাখবে। শাম্মি আন্টিকে সবাই মিস করবেন বলে জানিয়েছেন সন্দীপ খোসলা।
Shammi, aunty to me and a great actor of yesteryears passed away today. She was my mother's dear friend and someone we all loved very much. May her soul rest in peace and her laughter and contagious smile rock the heavens. Be In peace with your friends pic.twitter.com/jFfpmUfVoP
— Priya Dutt (@PriyaDutt_INC) March 6, 2018
‘জাবান সামহাল কে’, ‘শ্রীমান শ্রীমতী’, ‘কাভি ইয়ে কাভি ও’, ‘দেখ ভাই দেখ’-এর মত একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছে শাম্মি আন্টিকে। কমপক্ষে ১০০ সিনেমায় তিনি অভিনয় করেছেন বলেও জানা যাচ্ছে।