নিজস্ব প্রতিবেদন: তখনও বলিউডে পা রাখেননি। অভিনয় স্কুলে অভিনয়ের পাঠ নিচ্ছেন। অভিনেতা সেসময়কার ভিকি কৌশলের (Vicky Kaushal) অভিনয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োতে ভিকিকে দক্ষিণ ভারতীয় একটি পুরুষের ভূমিকায় দেখা যাচ্ছে। যিনি এক মহিলার সঙ্গে ভাব জমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। ভিডিয়োতে ভিকির পরনে একটি সাদা ধুতি আর গায়ে শার্ট রয়েছে। ভিকির অভিনয়ের এই ভিডিয়ো দেখলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না নিশ্চিত।
আরও পড়ুন-'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং স্পট থেকে ফাঁস হয়ে গেল রণবীর-আলিয়ার নাচের দৃশ্য
আরও পড়ুন- পিসতুতো ভাইয়ের রোকায় যোগ দেওয়ার জন্য বিমানবন্দরেই মেকআপ করিনার
জানা যায়, ভিকি কৌশল কিশোর নমিত কাপুর অভিনয় স্কুলের ছাত্র ছিলেন। ভিকির পুরনো এই ভিডিয়োতে তাঁকে যথেষ্ঠ আত্মবিশ্বাসী বলেই মনে হয়েছে। প্রসঙ্গত, 'মাশান' ছবিতে অভিনয়ের পর ভিকি দর্শকদের নজর কাড়েন। পরবর্তীকালে 'উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন ভিকি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। দর্শকদের মন জয় করে তিনি এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে মহিলা মহলে ভিকির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।