Home> বিনোদন
Advertisement

করোনা আতঙ্ক উপেক্ষা করেই ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন, বিদ্যা, জন ও ভূমি

জন আব্রাহাম, বিদ্যা বালান, ভূমি পেডনেকরের মত অভিনেতা-অভিনেত্রীরা।

করোনা আতঙ্ক উপেক্ষা করেই ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন, বিদ্যা, জন ও ভূমি

নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে শাহিদ কাপুর, রণবীর কাপুর, আলিয়া সহ বলিউডের বহু তারকাই তাঁদের ছবির শ্যুটিং বাতিল করেছেন। বিদেশ সফরও বাতিল করেছেন দীপিকা, সলমন, হৃত্বিকরা। তবে এসবের মাঝেও উল্টো পথেই হেঁটেছেন জন আব্রাহাম, বিদ্যা বালান, ভূমি পেডনেকরের মত অভিনেতা অভিনেত্রীরা।

'মুম্বই মিরর'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে খবর, বিদ্যা বালান তাঁর আগামী ছবি 'শেরনি'র শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, মধ্য প্রদেশের বিভিন্ন প্রান্তে পুরনো সূচি মেনেই শ্যুটিং চালিয়ে যাচ্ছে বিদ্যা ও তাঁর 'শেরনি'র টিম। একইভাবে জারি রয়েছে ভূমি পেডনেকরের ছবি 'দূর্গাবতী'র শ্যুটিং। এবিষয়ে এই দুই ছবির প্রযোজক বিক্রম মালহোত্রা বলেন, ''আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্যুটিং চালিয়ে যাচ্ছি। তবে যতটা সাবধানতা নেওয়া যায়, আমাদের টিমের সদস্যরা ততটা সাবধানতা নেওয়ার চেষ্টা করছি মাস্ক, স্যানিটাইজার সবই ব্যবহার করা হচ্ছে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবারই সকলে খাচ্ছে। শ্যুটিং সেটে একজন চিকিৎসকও থাকছেন।'' 

আরও পড়ুন-করোনা আতঙ্কে 'জার্সি'র শ্যুটিং বাতিল করলেন শাহিদ কাপুর

fallbacks

আরও পড়ুন-করোনা আতঙ্কে প্যারিস-সুইৎজারল্যান্ড বেড়াতে যাওয়া বাতিল অঙ্কুশ-ঐন্দ্রিলার

অন্যদিকে 'মুম্বই মিরর'এ প্রকাশিত আরও একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, জন আব্রহামও তাঁর আগামী ছবি 'মুম্বই সাগা'র শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির শ্যুটিং অবশ্য প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেই জানা যাচ্ছে। এবিষেয় ছবির নির্মাতা সঞ্জয় গুপ্তা বলেন, ''সমস্ত সতর্কতা অবলম্বন করেই আমরা শ্যুটিং চালিয়ে যাচ্ছি। কেউ যদি কোনওভাবে অসুস্থ হয়, তাহলে তাঁদের তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।''

Read More