নিজস্ব প্রতিবেদন : 'গুলাবো সিতাবো'র পর এবার অনলাইনে মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী' ছবিটি। ছবিটি দেখা যাবে আমাজন প্রাইমে। শকুন্তলা দেবী ছবিতে বিদ্যা বালান ছাড়াও দেখা যাবে যীশু সেনগুপ্তকে। ছবিতে বিদ্যার স্বামীর ভূমিকায় যীশুকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। এছাড়াও রয়েছেন সান্যা মালহোত্রা ও অমিত সাধ।
এর আগে 'শুকুন্তলা দেবী' মুক্তি পাওয়ার কথা ছিল ৮ মে। তবে দেশজুড়ে চলা করোনার প্রকোপ ও লকডাউনেক কারণে ৮ মে ছবিটিকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন ছবিটিকে আমাজন প্রাইমে মুক্তি দেওয়ার সিদ্ধান্তর কথা জানানো হলেও ঠিক কবে ছবিটি দেখা যাবে তা এখনও জানানো হয়নি। ছবিতে ভারতের প্রথম মহিলা গণিতবিদ-এর ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রর অঙ্ক করে ফেলেছিলেন শকুন্তলা দেবী। গণিতে বিশেষ দক্ষতা ছিল শকুন্তলা দেবী। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সংস্করণে স্থান অর্জন করেছিলেন তিনি। তারই উপর আধারিত এই ছবি। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্ত ও অমিত সাধ-কে। আর ছবিতে বিদ্যার মেয়ের ভূমিকায় দেখা যাবে সান্যা মালহোত্রাকে।
আরও পড়ুন-করোনা আবহের মাঝেই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের 'গুলাবো সিতাবো'
১৫ মে শুক্রবারই 'শকুন্তলা দেবী' নিয়ে একটি ইনস্টা লাইভ করার কথা রয়েছে বিদ্যা বালান ও যীশু সেনগুপ্তর।
See you all tomorrow on #InstaLive at 5pm with @vidya_balan pic.twitter.com/92lF2mv6Fk
— Jisshu U Sengupta (@Jisshusengupta) May 14, 2020
এদিকে লকডাউন কবে উঠবে, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে একথা জানা নেই প্রায় কারোরই। তাই সিনেমা হল খুলে সেখানে মানুষ সিনেমা দেখার জন্য ভিড় জমাবেন সেকথা ভাবাও এখন মুশকিল। সেক্ষেত্রে অনলাইন প্লার্টফর্মগুলির জনপ্রিয়তার কথা মাথায় রেখে, একের পর এক ছবির অনলাইনে মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। যেমন 'গুলাবো সিতাবো' পর শকুন্তলা দেবী অনলাইনে মুক্তি পাচ্ছে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে, এভাবে একের পর এক ছবির অনলাইম প্লার্টফর্মে মুক্তির খবরে চিন্তিত হল মালিকরা।