Home> বিনোদন
Advertisement

ঐশ্বর্যর সঙ্গে ব্রেক আপের পর হুমকি দেন সলমন, ‘ফতোয়া’ও জারি হয় বলিউডে

ঐশ্বর্যর সঙ্গে ব্রেক আপের পর হুমকি দেন সলমন, ‘ফতোয়া’ও জারি হয় বলিউডে

ওয়েব ডেস্ক : ঐশ্বর্য রাইকে নিয়ে তাঁদের মধ্যে প্রথম সমস্যা শুরু হয়। সলমনের সঙ্গে ব্রেক আপের রাই সুন্দরি যখন বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান, তখন থেকে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, সলমন খান নাকি ফোনে তাঁকে হুমকি দিতে শুরু করেন। ওই সময় সংবাদিক সম্মেলনে সলমনের হুমকির কথাও প্রকাশ করেন বিবেক। যা নিয়ে ওই সময় জোর জল্পনা শুরু হয়।

যদিও ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বিবেক ওবেরয়ের সঙ্গে ব্রেক আপ হয়ে যায় ঐশ্বর্যর। এবং, তার কিছুদিনের মধ্যেই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাই সুন্দরি। আর এরপর থেকে কেরিয়ার হোক কিংবা লাভ লাইফ, কোনও কিছুই তেমনভাবে এগোয়নি বিবেকের।

fallbacks

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে বলিউডের ওই অভিনেতা অভিযোগ করেন, সলমন খানের সঙ্গে ঝামেলার পর থেকেই তাঁর বিরুদ্ধে যেন অলিখিত ফতোয়া জারি হয় বলিউডের একাংশে। এরপর থেকে তাঁর সঙ্গে কাজ করার জন্য কেউই রাজি হচ্ছিলেন না বলেও অভিযোগ করেন বিবেক ওবেরয়। শুট আউট এট লোখন্ডওয়ালা বিগ হিট হলেও, তারপর থেকে বিবেক ওবেরয়ের কোনও সিনেমায় হিট করেনি বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, ওই সময় থেকেই বলিউডে তাঁকে নাকি ‘ব্ল্যাকলিস্টেড’ করে দেওয়া হয় বলেও দাবি করেন বিবেক।

Read More