Home> বিনোদন
Advertisement

আদিত্য-শ্বেতার বিয়েতে মালাবদল দেখে কী বলে উঠলেন অমিতাভ! ভাইরাল হল ভিডিয়ো

নিজে ভিডিয়ো শেয়ার করেন আদিত্য নারায়ণ 

আদিত্য-শ্বেতার বিয়েতে মালাবদল দেখে কী বলে উঠলেন অমিতাভ! ভাইরাল হল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: ​১ ডিসেম্বর শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আদিত্য নারায়ণ। একটানা ১০ বছর সম্পর্কের পর অবশেষে প্রিয় বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন উদিত নারায়ণের ছেলে। মহামারীর জেরে আদিত্য নারায়ণের বিয়ের অনুষ্ঠান একেবারে সাদামাঠাভাবে সম্পন্ন হয়। মুম্বইয়ের একটি ইস্কন মন্দিরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে বিয়ের অনুষ্ঠান। 

আরও পড়ুন : সামনেই বিয়ে, জমিয়ে আইবুড়োভাত খাচ্ছেন গৌরব-দেবলীনা, দেখুন ভিডিয়ো

আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের বিয়ের পর সেই ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। আদিত্য এবং শ্বেতার মালাবদলের সময়ের একটি ভিডিয়ো উদিত-পুত্র নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। যেখানে অমিতাভ বচ্চনের একটি ক্লিপিংস দেখা যায়। আদিত্য এবং শ্বেতার মালাবদলের পর 'আমাদের ছেলে ওই উচুঁতে পৌঁছে গিয়েছে' বলে বিগ বিগ-র একটি ছবির ক্লিপিংস সেখানে যোগ করা হয়। 

দেখুন...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে করোনা মহামারীর জেরে বলিউডের তাবড় তারকাদের ৫০ জনকে ছেলের বিয়ের রিসেপশনে আমন্ত্রণ জানান উদিত নারায়ণ। বি টাউনের তারকাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয় আদিত্যর রিসেপশনে।

Read More