Home> বিনোদন
Advertisement

কপিলের হাতে নোট গুঁজে দিচ্ছেন অজয় দেবগণ, ভাইরাল হল ভিডিয়ো

কপিল শর্মার শোয়ের পর প্রকাশ্যে আসে অজয় দেবগণের ওই ভিডিয়ো 

কপিলের হাতে নোট গুঁজে দিচ্ছেন অজয় দেবগণ, ভাইরাল হল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগেই বিতর্ক শুরু হয় তানাজি নিয়ে৷ অজয় দেবগণের সিনেমা নিয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু তার মধ্যেই ফের নতুন করে চর্চা শুরু হয়েছে তানাজি নিয়ে৷

আরও পড়ুন : হৃত্বিকের সঙ্গে সময় কাটাচ্ছেন দীপিকা, ভাইরাল ছবি ঘিরে জোর গুঞ্জন
বিষয়টি খুলেই বলা যাক তাহলে৷ সম্প্রতি (Kapil Sharma) কপিল শর্মার শোয়ে হাজির হন (Ajay Devgn) অজয় দেবগণ ও টিম তানাজি৷ সেখানে শোয়ের পর ব্যাক স্টেজে কপিল শর্মা ক্যামেরার সামনে বলতে শুরু করেন, সবাই (Tanhaji) তানাজি দেখতে সিনেমা হলে যান৷ বিশেষ করে পঞ্জাবের মানুষ, অমৃতসরের মানুষ অবশ্যই তানাজি দেখুন৷ কপিলের প্রমোশনের পরই সেখানে হাজির হন অজয় দেবগণ৷ সিনেমার প্রমোশনের জন্য কপিলের হাতে (Money) ১২০০ টাকা গুঁজে দিয়ে দেখা যায় অজয় দেবগণকে ৷ যদিও গোটা ভিডিয়োটি শ্যুট করা হয়েছে একেবারে মজার ছলে৷ 
দেখুন কপিল শর্মা এবং অজয় দেবগণের সেই ভিডিয়ো...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

তবে ভিডিয়োটি যতই মজা করেই শ্যুট করা হোক না কেন, তা প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন : নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে 'অশালীন' মন্তব্য, গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি
সম্প্রতি তানাজির প্রমোশনের জন্য বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় অজয় দেবগণ এবং কাজলক৷

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, এই সিনেমায় তানাজি মালুসরের ভূমিকায় দেখা যায় অজয় দেবগণকে৷ (Kajol) কাজলকে দেখা যাবে তানাজির স্ত্রী সাবিত্রীবাইয়ের ভূমিকায়৷ অন্যদিকে, তানাজিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খান-কে৷ সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরই (Saif Ali Khan) সইফ আলি খানের অভিনয় কার্যত প্রশংসা কুড়িয়ে নেয় দর্শকদের৷

Read More