ওয়েব ডেস্ক: মুক্তি পেল তামাশার প্রথম গান 'মত্রাগশতি'। গানে মজাদার মুডে রনবীর কপূর, দীপিকাকে দেখে চড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। শুটিংয়ে যে চুটিয়ে মজা করেছেন দুজনে, গানের ঝলকই তা বলে দিচ্ছে।
এ আক রহমনের সুরে গানটি গেয়েছেন মোহিত চৌহান। গানে কোরসিকার রাস্তায় গোটা দুনিয়ার পরোয়া না করে মজাদার ভঙ্গীতে নাচতে দেখা যাচ্ছে রনবীর-দীপিকাকে। কিছু কিছু জায়গায় দেব আনন্দের স্টাঅল নকল করেছেন রনবীর।
ইমতিয়াজ আলি পরিচালিত ছবি মুক্তি পাচ্ছে ২৭ নভেম্বর।