নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে (BJP) যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। বিধানসভা নির্বাচনের আগে ফের টলিউডের আরও এক তারকা যোগ দিলেন গেরুয়া শিবিরে। বেশ কিছুদিন ধরেই তনুশ্রী চক্রবর্তীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। সোমাবার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি তনুশ্রীকে।
সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রীর পাশাপাশি আজ গেরুয়া শিবিরে নিজের নাম লেখান রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সোনালী গুহ-ও। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকাও ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই ফের তনুশ্রী চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাসদের মতো বেশ কয়েকজনকে পদ্ম পতাকা হাতে তুলে নিতে দেখা যায়।
আরও পড়ুন : 'পিসি পিসি বলে টিজ, মহিলা বলেই মমতা সম্পর্কে অনেক কমেন্ট করা হয়'
অন্যদিকে সবে সবে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতা, মন্ত্রীদের পাশাপাশি জোড়াফুলের প্রার্থী তালিকায় দেখা যায় টলিউডের একাধিক তারকাকে। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) থেকে সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত, জুন মালিয়া, লাভলী মৈত্রদের দেখা যায় বিভিন্ন আসন থেকে লড়াই করতে। যা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়া, আসানসোল দক্ষিণ, বারাকপুরে তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে বিক্ষোভ শুরু হয়।
যা নিয়ে সম্প্রতি মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দেব (Dev)। তিনি বলেন, দল যাঁকে মনোনীত করেছে প্রার্থী হিসেবে, কর্মীদের তাঁদের হয়েই প্রচার করা উচিত।