Home> বিনোদন
Advertisement

Anjana Basu-র সমর্থনে সোনারপুর দক্ষিণে Hiran-র রোড শো

''হিরণের বিধানসভা কেন্দ্রে (খড়গপুর সদর) ভোট হয়ে গিয়েছে। তাই এবিষয়ে ও আমার থেকে বেশি অভিজ্ঞ। ওঁর থেকে পরামর্শ নেব নিশ্চয়।'' 

Anjana Basu-র সমর্থনে সোনারপুর দক্ষিণে Hiran-র রোড শো

নিজস্ব প্রতিবেদন : ''হিরণের বিধানসভা কেন্দ্রে (খড়গপুর সদর) ভোট হয়ে গিয়েছে। তাই এবিষয়ে ও আমার থেকে বেশি অভিজ্ঞ। ওঁর থেকে পরামর্শ নেব নিশ্চয়।'' বুধবার হিরণকে সঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রে রোড শো করতে বের হয়ে এমনটাই বললেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। 

অঞ্জনা বসু বলেন, ''রোড শোয়ে বের হয়ে বহু মানুষের সাড়া পাচ্ছি। যদি ঠিক মতো ভোট হয়, মানুষ বুঝিয়ে দেবেন পরিবর্তন কাকে বলে। '' আগামী ১০ এপ্রিল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী অঞ্জনা বসু। তার আগে বুধবার দুপুরে কালীতলা এলাকা থেকে শুরু করে সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় রোড শো করেন অঞ্জনা বসু। সেই রোড শোয়ে অঞ্জনা বসুর সমর্থনে প্রচারে এসেছিলেন হিরণ। 

আরও পড়ুন-চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে Jaya-র রোড শো

fallbacks

আরও পড়ুন-Covid 19-এ আক্রান্ত টেলিভিশনের 'নোয়া', কেমন আছেন অভিনেত্রী?

এদিন হিরণ ও অঞ্জনা বসুকে দেখতে রাস্তায় ছিল মানুষের ঢল। হুডখোলা গাড়িতে করে রোড শো করার সময় মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় হিরণ এবং অঞ্জনা বসুকে।

Read More