Home> বিনোদন
Advertisement

লকডাউনের জেরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকছেন হৃত্বিক, কী বললেন অভিনেতার বাবা!

ফুঁসে ওঠেন রাকেশ রোশন

লকডাউনের জেরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকছেন হৃত্বিক, কী বললেন অভিনেতার বাবা!

নিজস্ব প্রতিবেদন : ​বর্তমানে গোটা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি চলছে, তাতে একে অপরের সঙ্গে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে এক ছাদের নীচে হৃত্বিকের থাকা নিয়ে এভাবেই ফুঁসে উঠলেন রাকেশ রোশন।

আরও পড়ুন : করোনার মারণ কামড়, চলে গেলেন 'স্টার ওয়ার্স' অভিনেতা অ্যানড্রিউ জ্যাক

গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করার পরই হৃত্বিকের সঙ্গে তাঁর বাড়িতে হাজির হন সুজান খান। লকডাউনের কোপে পড়ে দুই ছেলে যাতে বাবা-মায়ের সঙ্গ থেকে বঞ্চিত না হয়, তার জন্যই প্রাক্তন জুটি একসঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নেন। হৃত্বিকের বাড়িতে সুজান খান হাজির হওয়ার পর সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ পেতেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। সমস্ত তিক্ততা মুছে ফেলে কি ফের একসঙ্গে থাকতে শুরু করেছেন হৃত্বিক-সুজান! এমন প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। হৃত্বিক বা সুজান বিষয়টি নিয়ে মুখ না খুললেও রাকেশ রোশন যেন ঝলসে ওঠেন।

আরও পড়ুন : বিচ্ছেদের পর বড় সিদ্ধান্ত, ছেলের জন্য প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করলেন হৃত্বিক!

২০১৪ সালে হৃত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুজান খান। বিচ্ছেদের পরও ছেলেদের নিয়ে সব সময় এককভাবেই সিদ্ধান্ত নেন হৃত্বিক-সুজান। এমনকী, ছেলেদের জন্য একসঙ্গে ঘুরতে যাওয়া হোক কিংবা সিনেমা দেখা, প্রায়শই একসঙ্গে দেখা যায় প্রাক্তন এই জুটিকে।

Read More