Home> বিনোদন
Advertisement

নিলমকে বিয়ে করতে পারেননি, দিব্যাও যায় ফসকে, বিস্ফোরক গোবিন্দা

এক সাক্ষাত্কারে নিজের মুখেই নিলমের উপর ভাল লাগার কথা জানান গোবিন্দা

নিলমকে বিয়ে করতে পারেননি, দিব্যাও যায় ফসকে, বিস্ফোরক গোবিন্দা

নিজস্ব প্রতিবেদন : সুনিতাকে বিয়ে করেছেন। নর্মদা আহুজা এবং যশবর্ধন নাম দুই সন্তানকে নিয়ে অপাপ্তত সুখেই সংসার করছেন ৯-এর দশের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। কিন্তু, সুনিতার সঙ্গে বাগদান পর্ব সেরেও প্রথমে সেই সম্পর্ক ভেঙে দেন গোবিন্দা। এরপর কি হয় জানেন?

আরও পড়ুন : সলমনের মেয়ের সঙ্গে বিয়ে শাহরুখের ছেলের? প্রকাশ্যে ঘোষণা

গোবিন্দার বর্তমান থেকে যদি বেশ কয়েক ধাপ পিছিয়ে যাওয়া যায়, তাহলে এমন কিছু সত্যি সামনে আসবে, যা শুনলে চমকে যাবেন আপনিও। গোবিন্দা যখন উঠতি হিরো, সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় নিলমের। বলিউডের সেই সময়ের নবাগতা নিলমকে দেখে কী মনে হয়েছিল, তখন একটি সাক্ষাতকারে তা প্রকাশ করেন গোবিন্দা।

আরও পড়ুন : বাজছে জাতীয় সঙ্গীত, কাঁদছেন ঐশ্বর্য, ভাইরাল ভিডিও

ওই সাক্ষাতকারে গোবিন্দা বলেন, সাদা শর্টস পরে, চুল  ছেড়ে দেওয়া নিলমকে যখন দেখেছিলেন, তখন যেন নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রাণলাল মেহতার অফিসে নিলমের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই যেন তাঁকে ভুলতে পারছিলেন না গোবিন্দা। এরপর নিলমের সঙ্গে স্ক্রিন শেয়ারও শুরু করেন তিনি। কিন্তু, কোনওভাবেই নিলমকে মনের কথা বলে উঠতে পারেননি।

এসবের মাঝেই সুনিতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক করে দেওয়া হয় বাড়ির তরফে। কিন্তু, কোনওভাবেই নিলমকে ভুলতে পারছিলেন না তিনি। এমনকী, মায়ের চাপে যখন সুনিতাকে বিয়ে করতে রাজি হয়ে যান গোবিন্দা, তখন হবু স্ত্রী-কে পাল্টে ফেলার চেষ্টা করেন তিনি। ওই সাক্ষাতকারে গোবিন্দা বলেন, নিলমের মত করে নিজেকে তৈরি করতে হবে বলে বার বার চাপ দিতেন সুনিতাকে। যাতে রেগে যেতেন সুনিতা। কোনওভাবেই নিজেকে পরিবর্তন করতে পারবেন না বলেও গোবিন্দাকে স্পষ্ট জানিয়ে দেন সুনিতা। শুধু তাই নয়, নিলমের সঙ্গে কি সম্পর্ক আছে? সুনিতা ওই প্রশ্নও বার বার করতেন। ফলে হবু স্ত্রীর উপর রেগে যান তিনি। এবং এনগেজমেন্ট ভেঙে দেন।

আরও পড়ুন : ঘনিষ্ঠ দৃশ্য থেকে নগ্ন স্নান, বিতর্ক উসকে ৩৩-এ রাধিকা

এনগেজমেন্ট ভেঙে দেওয়ার পর সুনিতা নাকি ৫ দিন ধরে তাঁর সঙ্গে কথা বলেননি। যোগাযোগও করেননি। এরপর গোবিন্দার মায়ের চেষ্টায় শেষ পর্যন্ত সুনিতাকে বিয়ে করতে রাজি হয়ে যান গোবিন্দা। এরপর নিলমও ক্রমশ বলিউডের অন্য অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার শুরু করেন। যে দেখে মনে মনে রেগে যেতেন বলেও জানান গোবিন্দা। কিন্তু, ততদিনে সবকিছু হাতের বাইরে চলে যায়। মন থেকে চেয়েও নিলমকে এই কারণেই আর বিয়ে করতে পারেননি বলে ওই সাক্ষাতকারে জানান গোবিন্দা।

শুধু তাই নয়, নিলমের পাশাপাশি জুহি চাওলা এবং দিব্যা ভারতীকেও তাঁর ভাল লাগত। দিব্যা এমন একজন অভিনেত্রী, যাঁকে দেখে যে কোনও পুরুষেরও ভাল লাগতে পারে বলেও মন্তব্য করেন গোবিন্দা। শুধু তাই নয়, যদি কখনও তিনি চান এবং তাঁর কুন্ডলীতে লেখা থাকে, দ্বিতীয় বিয়ের কথা, তাহলে তিনি অবশ্যই করবেন। এর জন্য সুনিতাকে সব সময় মনের দিক থেকে তৈরি থাকতে হবে বলেও জানান গোবিন্দা।

স্বামী সমীর সোনির সঙ্গে নিলম..

fallbacks

আরও পড়ুন : যোগী আদিত্যনাথকে নিয়ে কী বললেন রাখি, ভাইরাল ভিডিও

যদিও তা আর হয়নি। সুনিতার সঙ্গেই সুখে সংসার করছেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। তবে শুধু নিলম, জুহি বা দিব্যাই নন, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান গোবিন্দা। শোনা যায় 'হদ কর দি আপনে'-র শুটিংয়ের সময় রানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রানিকে নিয়ে মুম্বইতে থাকতেও শুরু করেন গোবিন্দা।  বাঙালি-কন্যাকে ফ্ল্যাট কিনে দেওয়া থেকে শুরু করে দামি উপহার এবং গাড়ি, কোনও কিছু দিতেই কসুর করেননি তিনি। কিন্তু, শেষ পর্যন্ত রানির সঙ্গেও ভেঙে যায় গোবিন্দার সম্পর্ক। শোনা যায়, স্ত্রী সুনিতার চাপে পড়েই শেষ পর্যন্ত রানির সঙ্গে সম্পর্ক ভাঙতে বাধ্য হন গোবিন্দা।

Read More