Home> বিনোদন
Advertisement

হেমা মালিনীর জন্যই নষ্ট হয়ে গিয়েছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত!

 শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাতে কিং খান-কে কাঁদিয়ে ছেড়েছিলেন হেমা মালিনী।

হেমা মালিনীর জন্যই নষ্ট হয়ে গিয়েছিল শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাত!

নিজস্ব প্রতিবেদন : ১৯৯১-এর ২৫ অক্টোবর, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ-গৌরী। বলিউডের 'কিং' আর 'বলিউডের ফার্স্ট লেডি'-র প্রেম ও বিয়ের গল্পটাও সিনেমা গল্পের মতোই রঙিন। শাহরুখ-গৌরীর বিয়ের প্রথম রাতে কিং খান-কে কাঁদিয়ে ছেড়েছিলেন হেমা মালিনী।

ঠিক কী ঘটেছিল সেই দিন?

'Bollywood Life'-এর প্রতিবেদন অনুসারে বিয়ের ঠিক পরপরই গৌরীকে নিয়ে দিল্লি ছেড়ে মুম্বই চলে এসেছিলেন শাহরুখ। সেসময় হেমা মালিনীর পরিচালনা ও প্রযোজনায় 'দিল আশনা হ্যায়'-এর ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিল শাহরুখ। হেমা মালিনী শাহরুখ-কে বলেছিলেন, 'যদি তুমি চাও তাহলে শ্যুটিংয়ের জন্য আসতে পারো'। কিং খান তখন কেরিয়ার সবেমাত্র শুরু করেছেন, তাই হেমার কথা না ফেলে গৌরীকে নিয়েই শ্যুটিং সেটে চলে এসেছিলেন। তবে সেইদিন শুধু হেমা মালিনী ছাড়া গোটা টিমের সকলেই উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন-লকডাউনে বাড়িতে বসেই নিতে পারেন অপরাজিতা-মানালির 'হিং' ফোড়নের স্বাদ, বাড়িতে বসেই হল শ্যুটিং

fallbacks

আরও পড়ুন-সুস্মিতার মিস ইন্ডিয়া গাউন বানিয়েছিলেন সাধারণ দর্জি, মোজা দিয়ে বানিয়েছিলেন গ্লাভস

fallbacks

আরও পড়ুন-বন্ধুদের সঙ্গে ঘরবন্দি কেন থাকে? সঞ্জয় সমকামী নয় তো! আশঙ্কায় ভুগতেন নার্গিস

জানা যায়, শাহরুখ-গৌরীকে সহ পরিচালক জানিয়েছিলেন, 'হেমা মালিনীর সঙ্গে দেখা করতে চাইলে অপেক্ষা করতে হবে।' তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও হেমা মালিনী সেদিন আসেননি। অগত্যা শাহরুখ গৌরীকে মেকআপ রুমে বসিয়ে রেখে রাত ১১টার সময় শ্যুটিং শুরু করেন। শ্যুটিং শেষ হয় রাত ২ টোর সময়। তবে হেমা মালিনী তখনও আসেননি। শাহরুখ শ্যুটিং সেরে মেকআপ রুমে এসে দেখেন, নব বিবাহিত গৌরী চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছেন। তাঁর পরনে নতুন শাড়ি, গয়না। মশার কামড় খেতেও হয়েছে তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীকে। তবে শাহরুখের কিছুই করার ছিল না। সব দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ। সেসময় তাঁর কেরিয়ারের সবে শুরু, কাউকে কিছু বলতেও পারেননি।

এরপর বাকিটা ইতিহাস...

Read More