Home> বিনোদন
Advertisement

বন্ধুদের সঙ্গে ঘরবন্দি কেন থাকে? সঞ্জয় সমকামী নয় তো! আশঙ্কায় ভুগতেন নার্গিস

তখন নার্গিস তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ''আমার ছেলে কখনও মদ্যপান করে না, মাদক সেবনও করে না''

বন্ধুদের সঙ্গে ঘরবন্দি কেন থাকে? সঞ্জয় সমকামী নয় তো! আশঙ্কায় ভুগতেন নার্গিস

নিজস্ব প্রতিবেদন : একসময় রঙিন ফিল্মি কেরিয়ার ছেড়ে সংসারে মন দিয়েছিলেন ৭ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস। সঞ্জয়, নম্রতা, আর প্রিয়া, তিন সন্তানকে নিয়ে দিব্যি কাটছিল নার্গিস-এর জীবন। তবে তিন সন্তানের মধ্যে সঞ্জয় দত্তই ছিল নার্গিসের বেশি কাছের। তবে সঞ্জয় দত্তর বয়স যখন ২২, বলিউডে তাঁর প্রথম ছবি Rocky মুক্তির আগেই ক্যানসারে মৃত্যু হয়েছিল নার্গিসের। 

ইয়াসের উসমান-এর লেখা সঞ্জয় দত্তের বায়োপিক 'দ্যা ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড'স ব্যাড বয়'-এ ভাই সঞ্জয় সম্পর্কে অনেক কথাই খোলসা করেছেন সঞ্জয়ের দুই বোন নম্রতা ও প্রিয়া দত্ত। নম্রতা দত্তের কথায়, ''মাঝে মধ্যে সঞ্জয়ের কাণ্ড কারখানায় মা খুব রেগে যেতেন। তবে ভাইয়ের চাহিদার কাছে সেই হার মানতে হত। মাঝে মধ্যে মা রেগে গিয়ে উল্লু, গাধ বলে ভাইয়ে গালি দিতেন, চটি ছুঁড়েও মারতেন।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রিয়া দত্তের কথায়, ''আমি একবার শুনেছিলাম মা তাঁর বন্ধুকে বলছে, সঞ্জয় কেন একটা ঘরের মধ্যে বন্ধুদের সঙ্গে নিজেকে আটকে রাখে? কী এমন ব্যাপার, আশা রাখি ও নিশ্চয় সমকামী নয়।''

ইয়াসের উসমান-এর লেখা বই থেকে জানা যায়, সঞ্জয় দত্ত যে মাদক (Drug Addiction) সেবন করতেন সেটা কিছুতেই বিশ্বাস করতেন না নার্গিস। এমনকি শুভাকাঙ্খীরা যখন নার্গিসকে তাঁর ছেলের এই মাদকাসক্তির কথা বলার চেষ্টা করেছিলেন, তখন নার্গিস তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ''আমার ছেলে কখনও মদ্যপান করে না, মাদক সেবনও করে না''

fallbacks

জানা যায়, মা নার্গিসের মৃত্যুর সময় নিজের মাদক সেবনের অভ্যাসের কারণে বেশ কষ্ট পেয়েছিলেন সঞ্জয় দত্ত। শেষ চিঠিতে সঞ্জয় দত্তকে নার্গিস বলেছিলেন, ''সঞ্জয় সবকিছুর উপরে গিয়ে তুমি বিনয়ী থেকো। নিজের চরিত্রকে সামলে রেখো। কখনও দেখনদারিতে যেয়ো না। নম্র থেকো, বড়দের সম্মান করো। আর এটাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে।''

Read More