Home> বিনোদন
Advertisement

''এই ভালোবাসায় কোনও স্বার্থ নেই'', বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ রণবীর

বাবা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে বাবা-ছেলের সম্পর্কটা অনেকবেশি সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। 

''এই ভালোবাসায় কোনও স্বার্থ নেই'', বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ রণবীর

নিজস্ব প্রতিবেদন : এমনিতে রণবীর কাপুরের কাছে কিছুটা কড়া বাবাই ছিলেন ঋষি কাপুর। ছোট থেকেই বাবাকে একটু ভয় করেই চলতেন তিনি। তুলনায় মা নীতু (সিং) কাপুরের সঙ্গে অনেকটাই সহজ সম্পর্ক তাঁর। বরাবর একথা বলে এসেছেন রণবীর কাপুর। তবে বাবা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে বাবা-ছেলের সম্পর্কটা অনেকবেশি সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। 

নীতু কাপুর নিজেই জানিয়েছিলেন, বাবার অসুস্থতার কথা শুনে ঝর ঝর করে কেঁদে ফেলেছিল তাঁর ছেলে রণবীর। তারপর থেকে দীর্ঘদিন নিউ ইয়র্ক রেখে বাবাকে চিকিৎসা করানো, কাজের ফাঁকে মাঝে মধ্যেই নিউ ইয়র্ক ছুটে যাওয়া সবই করেছেন রণবীর। গতবছর জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে বাবা ঋষি কাপুরকে নিয়ে অনেক কথা বলেন রণবীর কাপুর। 

আরও পড়ুন-ঋষি কাপুরের শেষকৃত্যের আগে নিয়ম পালন করছেন রণবীর কাপুর, ভাইরাল ভিডিয়ো

তিনি বলেন, ''আমার বাবা এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে আমার কাছে সবথেকে আগে হল উনি আমার বাবা। মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন তিনি আসলে কী সেটা প্রকাশ্যে চলেই আসে। যখনই বাবার সঙ্গে আমার কথা হয়, উনি ওনার নানান খারাপ লাগার কথা আমার সঙ্গে আলোচনা করেন। তবে বেশিরভাগ সময়ই উনি সিনেমা নিয়েই কথা বলেন। এই সিনেমাটা কেমন হচ্ছে। কে কেমন অভিনয় করছেন। আমি কেমন করে কোন চরিত্রে অভিনয় করবো, এইসব। আবার তিনি কিছুটা আতঙ্কিত হয়েও পড়েন, যে তিনি আবার সিনেমার জগতে ফিরতে পারবেন কিনা।, কেউ তাঁকে তাঁর ছবিতে অভিনয় করার প্রস্তাব দেবেন কিনা! উনি সিনেমা নিয়েই ভাবতে থাকেন সারাক্ষণ। ওটাই ওনার ভালোবাসা। উনি আমার বাবা, আর এই ভালোবাসাটা যে কোনও স্বার্থের বাইরে গিয়ে তৈরি। আর এই ভালোবাসা আমাকে এই পুরস্কার এনে দিয়েছে।'' 

Zee Cine Awards-এর মঞ্চে দাঁড়িয়ে বাবা ঋষি কাপুরকে নিয়ে রণবীরের এই কথায় চোখে জল এসে যায় আলিয়া ভাট-এরও।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by #instadaily (@bollywoodupdate2) on

আরও পড়ুন-মাটিতে শায়িত দেহ, বিদায় বেলায় ঋষি কাপুর...

প্রসঙ্গত, যখন নিউ ইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা চলছে, তখন রণবীরের সঙ্গে প্রায়ই তাঁকে দেখতে ছুটে গিয়েছেন আলিয়া ভাটও। সময় কাটিয়েছেন অসুস্থ ঋষি কাপুর এবং রণবীরের মা নীতুর কাপুরের সঙ্গে। এমনকি প্রথম থেকে শেষ পর্যন্ত রণবীরের পাশে থেকেছেন আলিয়া। ঋষি কাপুর ও নীতু কাপুরও আলিয়াকে ছেলের হবু বউ হিসাবে কাছে টেনে নিয়েছিলেন।

Read More