Home> বিনোদন
Advertisement

ঋষি-রণবীরের নাচ, ভাইরাল বাবা-ছেলের সেই পুরনো মুহূর্ত

হেসে ফেলেন নিতু কাপুর 

ঋষি-রণবীরের নাচ, ভাইরাল বাবা-ছেলের সেই পুরনো মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন  : ​সালটা ২০১২। ওই সালেই ১৩তম আইফার মঞ্চে প্রথম বাবা-ছেলেকে একসঙ্গে নাচতে দেখা যায়। ঋষি কাপুর এবং রণবীর কাপুরের ওই নাচ দর্শকাসন থেকে বসে দেখতে দেখতে হেসে ফেলেন নিতু কাপুর।

আরও পড়ুন : কাঁদছেন হু হু করে, ঋষির শেষ বিদায়ে বাঁধ মানছে না নিতুর চোখের জল

দেখুন সেই ভিডিয়ো...

 

১৩তম আইফার মঞ্চে বাঁচনা ইয়ে হাসিনোর ধুনে নাচতে দেখা যায়। সেখানে ছেলের জন্য রাখা সাদা রঙের জ্যাকেট পরে মঞ্চে উঠে য়ান ঋষি কাপুর। অগত্যা রণবীরকে বাবার জ্যাকেট পরেই উঠতে হয় মঞ্চে। যা দেখে হেসেব ফেলেন অন্য সেলেবরা। যদিও বাবা-ছেলের বাঁচনা ইয়ে হাসিনো দেখে হাততালিতে ফেটে পড়েন প্রত্যেকে।

আরও পড়ুন : চোখে জল নিয়ে দাদা রণধীর কাপুরই জানালেন, ঋষি আর নেই

লিউকোমিয়ার সঙ্গে টানা ২ বছর লড়াই চালানোর পর অবশেষে বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ঋষি কাপুর। মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল থেকে চন্দনওয়াড়ি শশ্মানে নিয়ে যাওয়া হয় প্রয়াত অভিনেতার মরদেহ। লকডাউনের মাঝে নিয়ম মেনেই যাতে ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করা যায়, তার জন্য ভক্তদের কাছে আবেদন করে কাপুর পরিবার।

Read More