Home> বিনোদন
Advertisement

পরপর বিচ্ছেদ, এবার কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন কমল হাসান?

সারিকার সঙ্গে বিচ্ছেদর পর ফের জল্পনা কমল হাসানকে নিয়ে

পরপর বিচ্ছেদ, এবার কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন কমল হাসান?

নিজস্ব প্রতিবেদন : ফের পেজ থ্রি-র সিরোনামে কমল হাসান। কেন জানেন!

রিপোর্টে প্রকাশ, বিশ্বরূপম অভিনেত্রী পূজা কুমারের সঙ্গে ডেট করছেন কমল হাসান। শ্যুটিংয়ের সময় তো বটেই,কাজের পরও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে কমল হাসান এবং পূজা কুমারকে। এমনকী, কমল হাসানের বাড়ির পার্টিতেও পূজা কুমারকে দেখা যায়। অন্তর্জালে তাঁদের ছবি ছড়াতেই জোর শোরগোল শুরু হয়। পরপর দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদর পর এবার কি ফের নতুন করে সম্পর্কে জড়ালেন দক্ষিণের এই সুপারস্টার! তা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত বিশ্বরূপমের পাশাপাশি উত্তমা ভিলেন-সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে কমল হাসান এবং পূজা কুমারকে। ফলে শ্যুটিং করতে করতেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে মনে করছেন অনেকে।

প্রসঙ্গত প্থম স্ত্রী বাণী গণপতি এবং দ্বিতীয় স্ত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর ফের পূজা কুমারের সঙ্গে কমল হাসানের সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে সিনে মহলে।

Read More