Home> বিনোদন
Advertisement

ঋষি কাপুরের প্রয়াণের ১ মাস অতিক্রান্ত, অভিনেতাকে স্মরণ স্ত্রী নীতু কাপুরের

মৃত্যুর একমাস পর স্বামী তথা বন্ধু ঋষি কাপুরকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন নীতু কাপুর।

ঋষি কাপুরের প্রয়াণের ১ মাস অতিক্রান্ত, অভিনেতাকে স্মরণ স্ত্রী নীতু কাপুরের

নিজস্ব প্রতিবেদন : ইরফান খানের মৃত্যুর ঠিক পরদিন। সকলকে ছেড়ে চিরকালের মতো বিদায় নেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুর একমাস পর স্বামী তথা বন্ধু ঋষি কাপুরকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন নীতু কাপুর।

ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে নীতু কাপুর লিখেছেন, ''তুমি আমাকে বিদায় জানিয়েছো আমি এগিয়ে চলেছি হাসি মুখেই, চোখে জল নিয়ে নয়। তোমার হাসিকে হৃদয়ে রেখেই আমি জীবনের পথে এগিয়ে চলেছি।''

আরও পড়ুন-পিয়ানোতে রবীন্দ্রনাথের গান বাজিয়ে ঋতুপর্ণ ঘোষকে স্মরণ সেলিনা জেটলির

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

বাবাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানিও। লিখেছেন, ''একটা মহান আত্মা কখনও মরে না, আমাদের একত্রিত করে। আমরা তোমায় ভালোবাসি পাপা''।

আরও পড়ুন-স্মরণে ঋতুপর্ণ: প্রিয় পরিচালককে স্মরণ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যীশুর

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে আমেরিকাতে চিকিৎসারত ছিলেন অভিনেতা। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। গত ৩০ এপ্রিল মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় ঋষি কাপুরের।

আরও পড়ুন-খরচ চালাতে কাজ নিয়েছিলেন বেসরকারি কোম্পানিতে, সোনু সুদ সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

Read More