Home> বিনোদন
Advertisement

''প্রেম সময় দেখে আসে না, প্রেমের মধ্যে বাঁচতে হয়।'' বলছেন Yash Dasgupta!

 যশের গিটারে উঠে এল 'বেলা চাও' (Bella Ciao )-এর সেই পরিচিত সুর। 

 ''প্রেম সময় দেখে আসে না, প্রেমের মধ্যে বাঁচতে হয়।'' বলছেন Yash Dasgupta!

নিজস্ব প্রতিবেদন :  ''প্রেম সময় দেখে আসে না, প্রেমের মধ্যে বাঁচতে হয়।'' 'মানি হাইস্ট' ওয়েব সিরিজটি যাঁরা দেখেছেন, তাঁরা এই ডায়ালগটির সঙ্গে বেশ পরিচিত। এবার সেই সুরেই সুর মেলালেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তাঁর গিটারে উঠে এল 'বেলা চাও' (Bella Ciao )-এর সেই পরিচিত সুর। 

বেশকিছুদিন ধরেই এখন 'পেজ থ্রি'র শিরোনামে রয়েছেন যশ (Yash Dasgupta)। টলিপাড়ায় গুঞ্জন তিনি নাকি সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও বরাবরই বিতর্ক এড়িয়েই চলার চেষ্টা করছেন যশ। প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখে কিছু না বললেও গিটারের সুরে অনুরাগীদের ভাসালেন অভিনেতা। ঝড় তুললেন  'বেলা চাও' (Bella Ciao )-এর সুরে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@yashdasgupta)

প্রসঙ্গত,  'মানি হেইস্ট' একটি স্প্যানিশ ওয়েব সিরিজ। আর 'বেলা চাও' ইতালির বিখ্যাত লোকগীতি যেটি 'মানি হেইস্ট' ওয়েব সিরিজটিতে ব্যবহার করা হয়েছে। 'বেলা চাও' গানটি সাধারণত প্রতিবাদের সুর হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে। যশ কি তবে তাঁকে নিয়ে নানান আলোচনায় লাগাম টানতেই 'বেলা চাও'-এর সুরে প্রতিবাদী হয়ে উঠলেন? যদিও তাঁর ক্যাপশানে কিন্তু সেই প্রেমের কথাই উঠে এল। 

Read More