Home> বিনোদন
Advertisement

Exclusive: প্রকাশ্যে কেকে-র শেষ ছবি, গাড়িতে বসে হাসিমুখেই পোজ ক্যামেরার সামনে

মঙ্গলবার অনুষ্ঠানের শেষে নজরুল মঞ্চ থেকে বেরিয়ে শেষ ছবি ওঠে তাঁর। গাড়িতে বসে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন কেকে। 

Exclusive: প্রকাশ্যে কেকে-র শেষ ছবি, গাড়িতে বসে হাসিমুখেই পোজ ক্যামেরার সামনে

নিজস্ব প্রতিবেদন: এবার প্রকাশ্যে এল কেকে-র শেষ ছবি। কলকাতায় অনুষ্ঠানের শেষে অসুস্থ হয়ে পরেন কেকে। এরপরেই কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

এবার প্রকাশ্যে এল কেকে-র শেষ ছবি। মঙ্গলবার অনুষ্ঠানের শেষে নজরুল মঞ্চ থেকে বেরিয়ে শেষ ছবি ওঠে তাঁর। গাড়িতে বসে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন কেকে। এবার সেই ছবিই এসেছে জি ২৪ঘণ্টার হাতে।

মঙ্গলবার অনুষ্ঠানের শেষে অসুস্থ হয়ে পড়েন কেকে, সেই অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। রাজ্যের শাসকদল এবং তার ছাত্র সংগঠনকে নিয়েও উঠেছে বহু প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে হলের পরিকাঠামো। 

আরও পড়ুন: Habji Gabji Film Review : হাতের মোবাইলটা ভাবিয়ে তুলল

বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় কেকে-র। শেষ যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জ্যোতি, ছেলে নকুল এবং মেয়ে তামারা। গায়কের পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন সঙ্গে। প্রিয় গায়ককে শেষবার সামনে থেকে দেখতে বৃহস্পতিবার ভারসোভা মহাশ্মশানে উপস্থিত ছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More