Home> স্বাস্থ্য
Advertisement

২১ জনের শরীরে মিলল ডেল্টা প্লাস ভাইরাস, ভারতে বাড়ল এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা

AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া ইতিমধ্যে সতর্ক করেছেন, করোনার নতুন প্রজাতি আরও ভয়ানক। যাতে বাড়তে পারে সংক্রমণ। 

২১ জনের শরীরে মিলল ডেল্টা প্লাস ভাইরাস, ভারতে বাড়ল এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবদন: মহারাষ্ট্রে ধরা পড়ল করোনার নয়া রূপ। ডেল্টা প্লাস। যার কবলে পড়েছেন আরও ২১ জন। গোটা দেশে করোনা সংক্রমণ কমে গেলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ২১ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে।

এর মধ্যে ৯ জন রত্নাগিরি, ৭ জন জলগাঁওয়ের, ২ জন মুম্বইয়ের, পালঘর, সিন্ধুদুর্গ এবং থাণেতে এক জন করে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের পৃথক আইসোলেশনে রাখা হয়েছে। 

কীভাবে, কোথা থেকে ওই ব্যক্তিরা  আক্রান্ত হলেন তা খতিয়ে দেখতে  পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। টিকা নিয়েছিলেন কিনা ওই ২১ জন তা জানার চেষ্টা করছে প্রশাসন। টিকা নেওয়ার পরই ভাইরাসের এই পরবর্তী রূপ কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। 

করোনার ডেল্টা প্রজাতির কারণে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। বিশেষজ্ঞদের একাংশের মতে ডেল্টা প্লাসের কারণে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া ইতিমধ্যে সতর্ক করেছেন, করোনার নতুন প্রজাতি আরও ভয়ানক। যাতে বাড়তে পারে সংক্রমণ। 

Read More