Home> স্বাস্থ্য
Advertisement

সস্তা হচ্ছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধ

দাম কমছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধের। ন্যাশনল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি ৫০৯টি জীবনদায়ী ওষুধের দাম নির্দিষ্ট করে দিয়েছে। সংসদে জানানো হয়েছে এর ফলে ১২৭টি ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাবে।

 সস্তা হচ্ছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধ

ওয়েব ডেস্ক: দাম কমছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধের। ন্যাশনল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি ৫০৯টি জীবনদায়ী ওষুধের দাম নির্দিষ্ট করে দিয়েছে। সংসদে জানানো হয়েছে এর ফলে ১২৭টি ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাবে।

কেন্দ্রীয় রাসয়ানিক ও সার প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম লোকসভায় জানিয়েছেন ''২০১৩ সালের ডিপিসিও-র অধীনের সিড্যুইল ওয়ান অনুযায়ী ৬৮০টি ওষুধের মধ্যে ৫০৯টির ওষুধের দাম বেঁধে দিয়েছে এনপিপিএ।''

৫০৯টি ওষুধের মধ্যে ১২৭টি অত্যাবশকীয় ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাচ্ছে। ৩৪টির দাম ৩৫% থেকে ৪০% কমে যাচ্ছে।

এছাড়াও ৩০টি ওষুধের দাম ৩০% থেকে ৩৫%, ৫৭টির দাম ২৫%-৩০% ও ৬৫টির দাম ২০% থেকে ২৫% হ্রাস পাচ্ছে।

এর পাশাপাশি  ৪৪টি ওষুধের দাম ১৫%-২০%, ৫৫টির দাম ১০%-১৫%, ৪৬টির দাম ৫%-১০% ও ৫১টির দাম ৫% কমছে।

 

Read More