Home> স্বাস্থ্য
Advertisement

Covid Update in India: চোখ রাঙাচ্ছে কোভিড, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫০, বাংলায় কত?

Covid Update in India: এখনওপর্যন্ত ভারতে দুটি করোনা ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া গিয়েছে। একটি হল NB.1.8.1 এবং অন্যটি হল LF.7। পাশাপাশি রয়েছে JN.1

Covid Update in India: চোখ রাঙাচ্ছে কোভিড, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫০, বাংলায় কত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হংকং, চিন, সিঙ্গাপুরের পর এবার ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা। ফিরছে মাস্ক, স্যানিটাইজার। ফের লকডাউন কিনা ভাবতে হচ্ছে আমজনতাকে। কেন্দ্র সরকারের হিসেব মতো ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫০। নতুন ৮ করোনা রোগীর খবর এসেছে মহারাষ্ট্রের ঠানে থেকে, হরিয়ানা ও উত্তরাখণ্ডে আক্রান্ত হয়েছেন ৩ জন করে, ১ জন উত্তরপ্রদেশে। আর বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন।

সরকারি তথ্য অনুযায়ী শুক্রবার ঠানেতে ১০ করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। ২০ রোগীর সন্ধান পাওয়া যায় আমদাবাদে, ৪ জন উত্তর প্রদেশে, ৫ জন হরিয়ানায় ও বেঙ্গালুরুতে ১ জন। এখনওপর্যন্ত ২ জন করোনায় মারা গিয়েছেন।

গুজরাাটে ৩৩ সক্রিয় করোনা রোগীর সন্ধান মিলেছে। রাজ্যের মোট রোগীর সংখ্যা ৪০। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে পাওয়া গিয়েছে ২৩ করোনা রোগীর। উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে ৫ করোনা রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে ৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এখনওপর্যন্ত ভারতে দুটি করোনা ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া গিয়েছে। একটি হল NB.1.8.1 এবং অন্যটি হল LF.7। পাশাপাশি রয়েছে JN.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইসব ভ্য়ারিয়ান্ট তেমন বিপজ্জনক নয়। তবে এদের উপরে নজর রাখা হচ্ছে। তবে এখনওপর্যন্ত যত স্যাম্পল টেস্ট করে পজিটিভ পাওয়া গিয়েছে তাদের অর্ধেকই হল JN 1 ভ্যারিয়ান্ট।

দক্ষিণ এশিয়া দাপাচ্ছে কোভিডেন নতুন ভ্যারিয়ান্ট JN1 Covid 19। এটি হল ওমিক্রমের সাব ভ্যারিয়ান্ট। ২০২৩ সালে এই ভ্যারিয়ান্টটির প্রথম দেখা মেলে।  এটির পেশাকি নাম পিরোলা। এই পিরোলার সংক্রমণ হলে  যেসব উপসর্গ দেখা যায় তা হল মাথা ব্যাথা, চোখের যন্ত্রণা, স্বাদ ও ঘ্রাণশক্তি চলে যাওয়া, সর্দি ও জ্বর। এর পাশাপাশি গলায় ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, পেশীতে যন্ত্রণা, বমি।

বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। একজন গৃহবধূ, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্ত গৃহবধূ ও কিশোর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাটের বাসিন্দা।

আরও পড়ুন-চোখ রাঙাচ্ছে পিরোলা! যে লক্ষণ দেখে আপনি সতর্ক হবেন...

আরও পড়ুন-রামনগরে যুবক খুনের ১৫ দিনের মাথায় গ্রেফতার ৩, পুলিসের হাতে হাড়হিম করা ভিডিয়ো

মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল দুজনেরই। এরপর তাঁরা দুজনেই ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন। রোগের কারণ জানতে করা হয় সোয়াব টেস্ট। তাতেই দুজনে করোনা পজেটিভ ধরা পড়েন। সংক্রমণের বিষয়ে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের জানানো হয়েছে। এর পাশাপাশি মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও।

কলকাতাতেও ২ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এক প্রসূতি করোনায় আক্রান্ত বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ রয়েছে তার। কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রসূতি। ওদিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালক করোনা আক্রান্ত হয়ে ভর্তি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More