Home> স্বাস্থ্য
Advertisement

ডেল্টা প্রজাতি খতম করতে মোটামুটি কার্যকর, WHO-র ছাড়পত্রের অপেক্ষায় Covaxin

Covaxin- ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কার্যকর ৬৫.২ শতাংশ

ডেল্টা প্রজাতি খতম করতে মোটামুটি কার্যকর, WHO-র ছাড়পত্রের অপেক্ষায় Covaxin

নিজস্ব প্রতিবেদন: ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনে খতম হচ্ছে করোনা ভাইরাস। আর সেই কার্যকারিতার তথ্যে মোটামুটি সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO জানিয়েছে করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম কোভ্যাক্সিন (Covaxin)। তবে করোনার ডেল্টা প্রজাতির (Delta Variant) বিরুদ্ধে লড়তে ও শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কোভ্যাক্সিন বিরাটাকারে কার্যকর না হলেও, কিন্তু কাজ দেবে বলে জানিয়েছেন সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Dr Soumya Swaminathan)। কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য যাচাই করার কাজ শুরু করেছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। 

আরও পড়ুন: Vaccination: ১২ থেকে ১৮ কবে থেকে কোন ভ্যাকসিন পাবে? জানাল জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান

সেই তথ্যে সন্তুষ্ট হলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় সংযুক্ত হবে মেড ইন ইন্ডিয়া টিকা কোভ্যাকসিনের নাম। হায়দরাবাদের ওই সংস্থা মনে করছে, চলতি মাসেই অনুমোদন দেবে হু। 

কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য নিয়ে গত মাসের ২৩ জুন বৈঠক করা হয়। তথ্যের ভিত্তিতে ভারত বায়োটেকের দাবি, করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তির শরীরে ৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। যাঁদের উপসর্গ প্রকট, তাঁদের ক্ষেত্রে কার্যকর ৯৩.৪ শতাংশ। ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কার্যকর ৬৫.২ শতাংশ।  

আরও পড়ুন: Third wave : উদ্বেগ বাড়ছে, তেমনটা কমছে না দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, সাবধান করছে স্বাস্থ্যমহল
 

তবে এখনই বুস্টার টিকা নয়। করোনার তৃতীয় ঢেউয়ের আগে ভারতে টিকাকরণে জোর দিতে বলছেন  হু-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। 

Read More