Home> স্বাস্থ্য
Advertisement

Type 1 Diabetes: টাইপ ১ ডায়াবেটিসের চিকিত্সায় যুগান্তকারী আবিষ্কার! ক্যানসার আক্রান্ত কোষ যেভাবে বাঁচে সেভাবেই....

Type 1 Diabetes: ক্যানসার গবেষণায় দেখা গিয়েছে কোনও টিউমার বেশিরভাগ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় নিজেকে সিয়ালিক অ্যাসিডের মোড়কে মধ্যে রেখে

Type 1 Diabetes: টাইপ ১ ডায়াবেটিসের চিকিত্সায় যুগান্তকারী আবিষ্কার! ক্যানসার আক্রান্ত কোষ যেভাবে বাঁচে সেভাবেই....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ শুরু করলেই লুকিয়ে পড়ে ক্যানসার আক্রান্ত কোষ। কিন্তু কীভাবে? এটাই ছিল বিশেষজ্ঞদের গবেষণার বিষয়। ক্যানসার আক্রান্ত কোষের ওই কারিকুরি খুঁজতে গিয়ে মায়ো ক্লিনিকের গবেষকরা লক্ষ্য করেছেন এক আশ্চর্য বিষয়। এটা বদলে দিতে পারে টাইপ ১ ডায়াবেটিসের চিকিত্সা পদ্ধতি। গবেষকরা লক্ষ্য করেন, ক্যানসার আক্রান্ত কোষগুলি সিয়ালিক অ্যাসিড নামে এক সুগার মলিকিউল ব্যবহার করে নিজেদের বাঁচিয়ে নেয়।

গবেষকরা মনে করছেন, এভাবে প্যাংক্রিয়াসের বেটা কোষগুলিকে সুগার কোটিং লাগিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে। টাইপ ১ ডায়াবেটিসে এই বেটা সেলই ধ্বংস হয়ে যায়। আর তা হলেই ইনসুলিন উত্পাদন বন্ধ হয়ে যায়। ক্যানসার আক্রান্ত কোষের মতো সুগার কোটিং ব্যবহার করেই বেটা কোষগুলিকে বাঁচাতে চাইছেন মায়ো ক্লিনিকের গবেষকরা।

ক্যানসার গবেষণায় দেখা গিয়েছে কোনও টিউমার বেশিরভাগ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় নিজেকে সিয়ালিক অ্যাসিডের মোড়কে মধ্যে রেখে। এই টেকনিকই ব্যবহার করা যেতে পারে কোনও অটোইমিউন রোগের ক্ষেত্রে। এমনটাই মনে করছেন মায়ো ক্লিনিকের গবেষকরা।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-'যে কোনও পরিমাণ ডিএ দিতে পারে রাজ্য কিন্তু দিক, রাজ্য সরকার বলুন': সুপ্রিম কোর্ট

পরীক্ষা চালানোর জন্য গবেষকরা একধরনের বেটা সেল তৈরি করেন যা ST8Sia6 নামের একটি এনজাইম তৈরি করতে পারে। এটি কোষের চারপাশে সিয়ালিক অ্যাসিডের একটি মোড়ক তৈরি করে দিতে পারে। টাইপ ১ ডায়াবেটিসের চিকিত্সার ক্ষেত্রে দেখা গিয়েছে তৈরি করা বেটা সেল ৯০ শতাংশ কার্যকর।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More