জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ছে করোনার(Covid 19) সংক্রমণ। মহারাষ্ট্রের থানেতে করোনায় আক্রান্ত এক ২১ বছর বয়সী রোগীর মৃত্যুর পর এবার কর্নাটকের বেঙ্গালুরুতে ৮৪ বছরের এক বৃদ্ধের করোনায় মৃত্যু হয়েছে। তাঁর কো-মরবিডিটিও ছিল। কর্নাটকে মোট করোনা (Covid Positive) আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁই ছুঁই। তার মধ্যে বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
কোভিড গাইডলাইন
দেশে করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত শুরু হতেই কেরানা, অন্ধ্রপ্রদেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়। জারি করা হয় গাইডলাইন (Covid Guideline)। এবার একই পথে হাঁটল কর্নাটক সরকারও। সর্দি-কাশি, জ্বর-শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে শিশু, বয়স্ক, গর্ভবতী ও প্রসূতিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক (Mask Mandatory) করা হয়েছে। বার বার সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে। হাসপাতালগুলিকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংক্রমণের নেপথ্যে ২ সাব-ভ্যারিয়েন্ট
পরীক্ষায় উঠে এসে দেশে সংক্রমণের নেপথ্যে মূলত করোনার দুটি সাব-ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। WHO জানাচ্ছে মিউটেশন হয়ে NB.1.8.1-এর স্পাইক প্রোটিনে থাকা A435S, V445H, এবং T478I - যা সংক্রমণতাকে বাড়িয়ে তুলেছে। সেইসঙ্গে ভাইরাসকে রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতেও সাহায্য করছে। তবে নয়া এই সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ হার বেশি হলেও, তা মৃত্যু হার (Covid Death) বাড়াবে না বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
প্রাথমিক উপসর্গ ও প্রতিরোধ ব্যবস্থা (Covid NB.1.8.1 symptoms)
NB.1.8.1 সংক্রমণের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে গলা ব্যথা, কাশি, সর্দি, জ্বর, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, মাথায় যন্ত্রণা, পেশীর ক্লান্তি ও দুর্বলতা ইত্যাদি। সংক্রমণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, যদি কারও বুস্টার ডোজ নেওয়া বাকি থাকে, তাহলে সেটি নিয়ে নিন। ভিড় এড়িয়ে চলুন। দরকারে মাস্ক পরুন। সাবান বা স্যানিটাইজারের সাহায্য়ে হাত পরিচ্ছন্ন রাখুন। উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকুন ও চিকিৎসকদের পরামর্শ নিন।
আরও পড়ুন, Manoharlal Dhakad: গাড়িতেই উদ্দাম যৌনতা! ভাইরাল ভিডিয়োকাণ্ডে গ্রেফতার 'বিজেপি' নেতা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)