Home> স্বাস্থ্য
Advertisement

Norovirus: আমেরিকায় লাফিয়ে বাড়ছে নোরো ভাইরাস, জানুন কেন এর ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না

Norovirus: নোরো ভাইরাসে প্রতিবছরই বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হন আমেরিকায়। এর জন্য সরকারের ফিবছর খরচ হল ২ বিলিয়ন ডলার

Norovirus: আমেরিকায় লাফিয়ে বাড়ছে নোরো ভাইরাস, জানুন কেন এর ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা বা এইচএমপিভি নয় এবার আমেরিকায় উত্পাত শুরু করেছে নোরো ভাইরাস। ট্রাম্পের দেশে তা লাফিয়ে বাড়ছে। আক্রান্ত রোগীর প্রবল বমি হচ্ছে, সঙ্গে ডায়রিয়া ও অন্যান্য উপসর্গ। বিপদের বিষয় হল এই ভাইরাসের কোনও টিকা এখনও তৈরি হয়নি।

আরও পড়ুন-ছোলা সেদ্ধ বসিয়ে ঘুম! ধোঁয়ায় ঢাকল ঘর, মৃত ২...

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে দেশে ইতিমধ্যেই ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটা দেশে  প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ নোরো ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে কমপক্ষে ১ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। এর জন্য প্রতি বছর সরকারের খরচ হয় ২ বিলিয়ন ডলার। এই ভাইরাসের ছড়ানো রুখতে কিছু পন্থা পদ্ধতি চিকিত্সকদের হাতে রয়েছে কিন্তু কোনও ভ্যাকসিন নেই।

চিকিত্সকরা বলছেন নোরো ভাইরাসের কোনও টিকা তৈরি করা যায়নি কারণ এর জিনের জটিল গঠন। পাশাপাশি খুব দ্রুত এটি তার গঠন বদল করে। ফলে এর ভ্যাকসিন তৈরিও খুবই কঠিন ব্যাপার। আবার একই ব্যক্তি বারবার এই ভাইরাসে আক্রান্ত হন। ফলে কোনও একটি প্রজাতির জন্য তার দেহে ইমিউনিটি তৈরি হলেও কোনও কাজে আসে না।

কীভাবে ভ্যাকসিন ছাড়া এই ভাইরাসের সঙ্গে লড়াই করা যায়? চিকিত্সকের বলছেন এই ভাইরাসকে রোখা কঠিন। তাই টিকা তৈরি না হওয়া পর্যন্ত এই ভাইরাস থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে সাফসুতরো রাখতে হবে, হেলদি হ্যাবিট গড়ে তুলে হবে। খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। কোনও সেলফিস খাওয়ার আগে তাকে ভালো করে সিদ্ধ করতে হবে। ঘরদোর সাফ রাখতে হবে। জামাকাপড় গরম জলে ধুতে হবে। একবার এই ভাইরাসে আক্রান্ত হলে খেয়াল রাখতে হবে যেন কোনওভাবেই ডিহাইড্রেশন না হয়। তাই ঘন ঘন জল খেতে হবে। পরিবারের কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাতে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More