Home> স্বাস্থ্য
Advertisement

বর্ষাকালে বাড়ে জয়বাংলার প্রকোপ, জেনে নিন কী করবেন

বর্ষাকালে অনেকেই কনজাংটিভাটিসে আক্রান্ত হন। এই ধরণের সংক্রমণ শিশুদের যেমন হতে পারে, আক্রান্ত হতে পারেন বড়রাও। বছরের যেকোনও সময় এই ইনফেকশন হলেও বর্ষাকালেই সবথেকে বেশি প্রকোপ বাড়ে। চোখ ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, কটকট করা, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসায় চরম ভোগান্তি পোহাতে হয়। মোটামুটি ২-৩ দিন থাকে সংক্রমণ।

বর্ষাকালে বাড়ে জয়বাংলার প্রকোপ, জেনে নিন কী করবেন

ওয়েব ডেস্ক: বর্ষাকালে অনেকেই কনজাংটিভাটিসে আক্রান্ত হন। এই ধরণের সংক্রমণ শিশুদের যেমন হতে পারে, আক্রান্ত হতে পারেন বড়রাও। বছরের যেকোনও সময় এই ইনফেকশন হলেও বর্ষাকালেই সবথেকে বেশি প্রকোপ বাড়ে। চোখ ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, কটকট করা, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসায় চরম ভোগান্তি পোহাতে হয়। মোটামুটি ২-৩ দিন থাকে সংক্রমণ।

কী করবেন-

অ্যান্টিসেপটিক সাবান দিয়ে বারবার হাত ধোবেন যাতে কোনওভাবেই হাত থেকে চোখে জীবানু না পৌছয়।
সংক্রমণ হলে কোনওভাবেই হাত দিয়ে চোখ রগড়াবেন না।
দিনে যতবার পারবেন চোখে জলের ঝাপটা দিন।
গরম কমপ্রেসর ৫ থেকে ১০ মিনিট চোখে চেপে ধরে রাখুন। দিনে  থেকে ৪ বার এটা করতে থাকুন।
সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে কনজাংটিভাইটিস নিজে থেকেই কমে যায়। না কমলে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেতে হবে।

 

Read More