Home> স্বাস্থ্য
Advertisement

Covid Vaccine: হঠাত্ মৃত্যু কিংবা হার্ট অ্যাটাকের পেছনে কোভিড ভ্যাকসিন! চাঞ্চল্যকর তথ্য AIIMS-ICMR এর গবেষণায়

ICMR-AIIMS Study on Covid Vaccine: করোনার পর হঠাত্ করে অকাল প্রয়াণ হয়েছে দেশের বহু সেলিব্রিটির। পাশাপাশি তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ার পেছনে করোনা ভ্য়াকসিনের ভূমিকা রয়েছে বলে দাবি করা হচ্ছিল

Covid Vaccine: হঠাত্ মৃত্যু কিংবা হার্ট অ্যাটাকের পেছনে কোভিড ভ্যাকসিন! চাঞ্চল্যকর তথ্য AIIMS-ICMR এর গবেষণায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা অতিমারীর পর প্রায়ই একটা কথা শোনা যাচ্ছিল যে করোনা ভ্য়াকসিনের সাইড এফেক্টে অনেককিছুই হচ্ছে। তরুণের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে হঠাত্ মৃত্যু কিংবা হার্ট অ্যাটাকের ঘটনা বৃদ্ধির পেছনে রয়েছে এই করোনা ভ্যাকসিন। এইমস ও আইএমআর এনিয়ে বলছে অন্য কথা।

দেশের ওই দুই নামী সংস্থা তাদের গবেষণায় জানাচ্ছে, হার্ট অ্যাটাক ও তরুণদের হঠাত্ মৃত্যুর সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই। বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে লাইফস্টাইল ও অন্যান্য কো মরবিডিটি।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে করোনা ভ্যাকসিনের সঙ্গে তরুণদের হার্ট অ্যাটাকের কোনও সম্পর্ক নেই। গতকালই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মন্তব্য করেন, করোনা ভ্য়াকসিনের সঙ্গে তরুণদের হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে। তাঁর ওই মন্তব্যের পরই আজ ওই তথ্য প্রকাশ করল কেন্দ্র। করোনার পরপরই ৪০-৫০ বছর বয়সী দেশের একাধিক অভিনেতা মারা যান হার্ট অ্যাটাকে। এদের মধ্যে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা(৪০), গায়ক কেকে(৫৩), অভিনেতা পুনিত রাজকুমার(৪৬), পরিচালক রাজ কৌশল(৫০), রাজু শ্রীবাস্তব(৫৮)।

আরও পড়ুন-টিকিট বুকিং থেকে খাবারের অর্ডার, রেল যাত্রীদের জন্য চালু হল নতুন অ্যাপ RailOne

আরও পড়ুন-টানা দুর্যোগ চলবে আগামী ৫ দিন, রাজ্যে নিম্নচাপের প্রভাব কতটা?

আইসিএমআর এর ওই গবেষণায় খতিয়ে দেখা হয়েছিল যারা মারা গিয়েছেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। তাদের গবেষণায় উঠে এসেছে একাধিক কারণের তরুণদের অকাল মৃত্যু হতে পারে। এর মধ্যে রেয়েছে জেনেটিক সমস্যা,লাইফস্টাইল, আগে থেকে থাকা কোনও অসুখ এবং কোভিড পরবর্তী সমস্যা।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More