নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশে ক্রমবর্ধমান ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। দৃষ্টিশক্তি ক্ষয়, বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে আক্রান্তদের। দেশজুড়ে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৪৮ রোগী মিলেছে। তার ৬০ শতাংশই মাত্র ৩ রাজ্য থেকে। তেমনটাই বলছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান।
কেন্দ্রে জানিয়েছে, ২১ মে পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪৮ জন। তার মধ্যে গুজরাটে ২২৮১, মহারাষ্ট্রে ২০০০ ও অন্ধ্রপ্রদেশের ৯১০ জন মিউকরমাইকোসিস রোগী। গোটা দেশের মধ্যে এই তিনটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ৫৮.৬৬ শতাংশ। কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী ডিভি সদানন্দ গৌঢ়া টুইট করেছেন, ''মিউকরমাইকোসিস সংক্রমণ পর্যালোচনার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে অতিরিক্ত ২৩,৬৮০টি অ্যামফোটেরিসিন-বি ভায়াল। রোগীর সংখ্যার নিরিখে তা বণ্টন করা হয়েছে।''
After a detailed review of rising no. of cases of #Mucormycosis in various states, a total of 23680 additional vials of #Amphotericin- B have been allocated to all States/UTs today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 22, 2021
The Allocation has been made based on total no. of patients which is approx. 8848 across country. pic.twitter.com/JPsdEHuz0W
বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক ফাঙ্গাস করোনার মতো সংক্রামক নয়। প্রতি বছরই ভারতে অনেকে সংক্রমিত হন। চলতি বছর করোনা আক্রান্তদের শরীরেই সাধারণত বেশি পাওয়া যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমণের চেয়ে বাড়ল সুস্থতা