নিজস্ব প্রতিবেদন : পুরভোটের আগে পার্ক স্ট্রিট থেকে উদ্ধার তাড়া তাড়া নোটের বান্ডিল। পুলিস সূত্রে খবর, প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার কলকাতা পুরসভার পুরভোট। তার আগে শহরে এক বিপুল পরিমাণ নগদ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় STF। তখনই পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের সামনে এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম প্রীতম পাল। বয়স ২৭ বছর। মহেশতলার পূর্বপাড়ার বাসিন্দা ধৃত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় এই বিশাল পরিমাণ টাকা। এখন, ১ কোটি টাকা কোথা থেকে এল? এই ১ কোটি টাকা নিয়ে পুরভোটের আগে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিল? এই সকল প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। এই ঘটনার সঙ্গে হাওয়ার যোগ রয়েছে কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সবদিক খতিয়ে দেখেই শুরু হয়েছে তদন্ত। ধৃত ব্যক্তিকে আজ CMM আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, এর আগে বিধানসভা ভোটের সময়ও ময়দানে উদ্ধার হয়েছিল টাকার বান্ডিল। ধরা পড়েছিল এক প্রৌঢ়। ময়দান মেট্রো স্টেশনে ঢুকছিল ওই ব্যক্তি। চেকিংয়ের সময় তার ব্যাগ দেখতে চেয়েছিল পুলিস কর্মীরা। কিন্তু ওই ব্যক্তি রাজি হয়নি। দৌড় দেয় মধ্যবয়সী ওই ব্যক্তি। তাকে ধরে ফেলে পুলিস। তারপর তার ব্যাগ পরীক্ষা করে মেলে একটি কালো প্লাস্টিক। সেই প্লাস্টিকের ভিতরেই উদ্ধার হয়েছিল ৫ লক্ষ টাকা।
এর আগে ২০১৯-এ লোকসভা ভোটের সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বেআইনি টাকা উদ্ধার হয়েছিল। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে মাত্র ১০ দিনে উদ্ধার হয়েছিল প্রায় ৬ কোটি টাকা! তার আগে বিধানসভা নির্বাচনের সময়েও দেড় মাসে উদ্ধার হয়েছিল ৮ কোটির বেশি কিছু টাকা। ভোটের আগে হাওয়ালা যোগ নিয়ে বরাবরই তাই উদ্বিগ্ন থাকে কমিশন।
আরও পড়ুন, Bhangar: স্কুলের মাঠে খেলার সময়ে বুথে ব্যথা! শিক্ষকের মৃত্যু