Home> কলকাতা
Advertisement

ধর্মতলায় সিদ্দিকুল্লার সভায় ২৪ ঘণ্টার সাংবাদিককে খুনের চেষ্টা

ধর্মতলায় সিদ্দিকুল্লার সভায় ২৪ ঘণ্টার সাংবাদিককে খুনের চেষ্টা

ধর্মতলায় সিদ্দিকুল্লার সভায় আক্রান্ত ২৪ ঘণ্টা। প্রাণনাশের চেষ্টা করা হয় ২৪ ঘণ্টার সাংবাদিকের। ভেঙে দেওয়া হয় গাড়ি, ক্যামেরা। গুরুকর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাংবাদিক ও ক্যামেরাম্যান।

খাগড়াগড় কাণ্ডের পর অকারণে হেনস্থা করা হচ্ছে মুসলিমদের। এই অভিযোগে শহিদ মিনার চত্বরে প্রতিবাদ সভা করছে জমিয়তে উলেমা এ হিন্দ। সংগঠনের নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ, খাগড়াগড়া কাণ্ডকে সামনে রেখে, দেশজুড়ে মাদ্রাসা বিরোধী প্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, সন্ত্রাসে যুক্তদের অবশ্যই শাস্তি দেওয়া হোক। কিন্তু, সেই ওজর দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধের চক্রান্ত করা যাবে না। জমিয়তের সভাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ। বিঘ্নিত হয়েছে শহরের পরিবহণ ব্যবস্থা।

 

 

Read More