জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কালীগঞ্জে যেদিন উপনির্বাচনের ফল বেরোল, সেদিনই উত্তাল হয়ে উঠল বিধানসভা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়করা। সাসপেন্ড বিরোধী দলের চার বিধায়ক। প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়ক। কাগজ ছিঁড়ে চলল বিক্ষোভ।
আরও পড়ুন: SSC Scam: 'শূন্য পদ থাকলে কেন সুযোগ নয়'? প্রশ্ন হাইকোর্টের, আশায় চাকরিহারারা...
ঘটনার সূত্রপাত শুক্রবার। সেদিন দুই বিজেপি বিধায়কের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিধান বন্দ্যোপাধ্য়ায়। এরপর আজ, বিধানসভা সেই প্রসঙ্গ তোলেন বালুরঘাটে বিধায়ক অশোক লাহিড়ী। পয়েন্ট অফ অর্ডার এনে তিনি বলেন, কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। পাল্টা জবাবও দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ।
এদিকে মার্শাল ডেকে যখন অধিবেশন থেকে চার বিজেপি অধিবেশন থেকে বের করে দেওয়া হয়, তখন আবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পদ্ম বিধায়করা। শেষে বিজেপি চার বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরা-কে সাসপেন্ড করা হয়। শুভেন্দু অধিকারী বিধানসভায় ছিলেন না। পরে বিধায়কদের কাছ থেকে সবটা শুনে দলের বিধায়কদের ভাঙা চশমা, ঘড়ি নিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানাতে যান তিনি।
আরও পড়ুন: Bengal Weather: রথের দিন ভাসতে চলেছে ৮ জেলা.... দুর্যোগ চলবে সপ্তাহভর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)