বিক্রম দাস ও পিয়ালি মিত্র : ফ্ল্যাটে 'গুপ্তধনের খোঁজে'র পর এবার গাড়ি রহস্য! অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উধাও ৪-৪টি বিলাসবহুল গাড়ি। তদন্তকারীরা মনে করছেন, ৪টি বিলাসবহুল গাড়িতেই টাকাবোঝাই ছিল। অর্পিতার সেই 'টাকাবোঝাই' গাড়ির খোঁজেই এবার ইডি। ২৩ জুলাই অর্পিতার গ্রেফতারির পরই রাতারাতি উধাও হয়ে যায় ৪টি গাড়ি। যারমধ্যে রয়েছে, অডি, মার্সিডিজ বেনজ, হন্ডা সিটি আর হন্ডা সিআরভি। ইডি মনে করছে, এই ৪টে গাড়িতেই বিপুল পরিমাণে নগদ রাখা ছিল। যেগুলো নিয়ে গায়েব হয়ে গিয়েছে কেউ। এখন কে বা কারা গাড়িগুলি নিয়ে গায়েব হয়ে গিয়েছে, তার হদিশ পেতে আবাসন সংলগ্ন সিসিটিভি ফুটেজ চাইল ইডি।
প্রসঙ্গত, ২২ জুলাই অর্পিতার ফ্ল্যাটে যখন তল্লাশি চলছিল, তখন ডায়মন্ড সিটি সাউথ কমপ্লেক্সের বেসমেন্ট থেকে শুধুমাত্র একটি সাদা রঙের মার্সিডিজ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। পরবর্তীতে অর্পিতাকে জেরা করেই সামনে আসে তাঁর আরও গাড়ি থাকার বিষয়টি। মেলে গাড়িতে টাকা রাখার সূত্রও। ইডি সূত্রে খবর, জেরার সময় অর্পিতা তদন্তকারীদের জানান যে, শুধমাত্র ফ্ল্যাটেই যে টাকা গচ্ছিত রাখা হত, এমনটা নয়। বিভিন্ন গাড়িতেও টাকা রাখা হত। যার পরিপ্রেক্ষিতেই তদন্তকারীরা তাঁর কাছে জানতে চান যে, সেই গাড়িগুলি কোথায়? জবাবে অর্পিতা জানান যে, সেই গাড়িগুলি ডায়মন্ড সিটি সাউথের আবাসনেই আছে। এমনইটাই খবর ইডি সূত্রে।
এই তথ্যের ভিত্তিতে ইডি আধিকারিকরা যখন আবাসনে পৌঁছন, তখন অবশ্য সেই গাড়িগুলির আর হদিশ মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্পিতার গ্রেফতারির বেশ কয়েকদিন আগে পর্যন্তও তাঁরা ওই গাড়িগুলি দেখেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অর্পিতা ছাড়া আর কারা জানতেন যে ওই গাড়িগুলিতে টাকা রাখা আছে? অর্পিতার গ্রেফতারির পরই রাতারাতি কারা গাড়িগুলি নিয়ে উধাও হয়ে যায়? অর্পিতাকে জেরা করে মোট ৪টি গাড়ির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। যারমধ্যে প্রচুর পরিমাণে টাকা রাখা ছিল। যার খোঁজ করছে ইডি।
শুধু ডায়মন্ড সিটি সাউথ আবাসনের সিসিটিভি ফুটেজ-ই নয়, এর পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার আবাসনেরও সিসিটিভি ফুটেজ চেয়েছে ইডি। কারা কারা ওই আবাসনে আসেন, কখন আসেন, সব গতিবিধি-ই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। অন্যদিকে, ফ্ল্যাটের পর এবার অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও মিলল কোটি টাকার খোঁজ। ৩-৩টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্পিতার। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে মিলেছে ২.২ কোটি টাকা। সেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ই ফ্রিজ করেছে ইডি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)