Home> কলকাতা
Advertisement

পর্ণশ্রীতে মন্দির বানাতে মাথা পিছু ৫০ হাজার টাকা, প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বাকে মারধর

আবাসনে মোট ১০টি পরিবার বসবাস করে। প্রত্যেক বাসিন্দা ঠিক করেন,  ক্লাব সদস্যদের হাত থেকে বাঁচতে ২৫ হাজার টাকা মতো চাঁদা তুলে দেওয়া হবে। কিন্তু তাতে সন্তুষ্ট হন না ক্লাব সদস্যরা।

পর্ণশ্রীতে মন্দির বানাতে মাথা পিছু ৫০ হাজার টাকা, প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বাকে মারধর

নিজস্ব প্রতিবেদন:  চাঁদা না পাওয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পর্ণশ্রীর বকুলতলা রোড এলাকায়। তদন্তে পর্ণশ্রী থানার পুলিস।

 বকুলতলা রোডের ধর্মরাজ মন্দিরের কাছে "মিতালি সংঘ" নামে একটি ক্লাব রয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে ক্লাবের সদস্যরা পাশের একটি আবাসনে যান। আবাসনের প্রত্যেক বাসিন্দাকে বলা হয় মন্দির তৈরি করার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে।না পেলে দেখে নেওয়া হবে বলে ওই ক্লাবের সদস্যরা হুমকি দেয় বলে অভিযোগ।

আবাসনে মোট ১০টি পরিবার বসবাস করে। প্রত্যেক বাসিন্দা ঠিক করেন,  ক্লাব সদস্যদের হাত থেকে বাঁচতে ২৫ হাজার টাকা মতো চাঁদা তুলে দেওয়া হবে। কিন্তু তাতে সন্তুষ্ট হন না ক্লাব সদস্যরা।

অভিযোগ, বুধবার ওই আবাসনে ঢুকে হুমকি দিতে শুরু করেন ক্লাব সদস্যরা। প্রতিবাদ করেন আবাসনেরই এক বাসিন্দা। অভিযোগ, ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন ক্লাব সদস্যরা।

'করোনাকে দূরে সরিয়ে পুজো সবার আনন্দে কাটুক', ট্যুইটে মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অপরদিকে, স্বামীকে মার খেতে দেখে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কিত গোটা আবাসনের বাসিন্দারা। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Read More