ওয়েব ডেস্ক : ছক্কা হাঁকিয়ে ফের নবান্নের পথে দিদি। সকাল ৮টা থেকে রাজ্যের ৯০টি গণনাকেন্দ্রে শুরু হয় গণনা। প্রথম দু'ঘণ্টার মধ্যেই কার্যত ফলাফলের ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে যত ডুবেছে জোটের তরী, ততই পাল তুলে তরতরিয়ে এগিয়েছে তৃণমূল। সময় যত এগিয়েছে, ততই বিভিন্ন জেলা থেকে একের পর এক এসেছে জয়ের খবর। তবে, এরমধ্যে অঘটন যে কিছু ঘটেনি, তা নয়। চলুন দেখে নেওয়া যাক আজকের ফলাফলের ৭ শিরোনাম-
- তৃণমূলের ভোট বাড়ল ৬ শতাংশ। বিজেপির ভোট গত লোকসভা নির্বাচনের ১৭ শতাংশ থেকে কমে হল ১০ শতাংশ।
- ভবানীপুরে ২৫,৩০১ ভোটে জয়ী মমতা ব্যানার্জি। নারায়ণগড়ে ১৩,৫০০ ভোটে হারলেন সূর্যকান্ত মিশ্র।
- আগামী ২৭ মে নতুন মন্ত্রিসভার শপথ। জয়ের পর মমতা বললেন, "বিশ্বমানে উন্নত করব বাংলাকে।" (পড়ুন বিস্তারিত)
- দল পরিবর্তন করে এঁরা তৃণমূলে এসেছিলেন। ছিল অন্তর্ঘাতেরও আশঙ্কা। তবে ২ জনেই জিতলেন। ভাঙড়ে ১৮,১২৪ ভোটে জয়ী রেজ্জাক মোল্লা, দিনহাটায় ২১,৭৯৩ ভোটে জয় পেলেন উদয়ন গুহ।
- তবে, ভরা বাজারেও হারলেন রাজ্যের ৭ মন্ত্রী। (পড়ুন বিস্তারিত)
- খড়গপুর সদরে হেরে গেলেন 'চাচা' জ্ঞানসিং সোহানপাল। জিতলেন বিজেপির দিলীপ ঘোষ।
- চাঁপদানিতে জিতলেন আব্দুল মান্নান, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য, সিঙ্গুরে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পরাজিত গেরুয়া শিবিরের লকেট, রূপা, রাহুল, শমীক।