সৌমেন ভট্টাচার্য: কীভাবে মৃত্যু? সম্পর্কে টানাপোড়েনের কারণে আত্মহত্যা? বহুতলে পাওয়া গেল বার ডান্সারের ঝুলন্ত দেহ। আটক লিভ-ইন পার্টনার। ঘটনাস্থল, রাজারহাট।
জানা গিয়েছে, মৃতের নাম শ্বেতা রানি। বাড়ি পঞ্জাবের জলন্ধরে। পেশায় বার ডান্সার। লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। রাজারহাটের নারায়ণপুরে একটি বহুতলে দিল্লির যুবক মহেশ জয়সওয়ালের সঙ্গে থাকতেন শ্বেতা। এদিন সকালে এসে মহেশ দেখেন, ফ্ল্য়াটে দরজা বাইরে থেকে বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকি করেও শ্বেতার কোনও সাড়া পাননি তিনি। শেষপর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকে বার ডান্সারে ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। তারপর? খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
আরও পড়ুন: Cat: বিড়াল তাড়াতে কীটনাশক! শহরের অভিজাত আবাসনে অসুস্থ বেশ কয়েকজন.....
পুলিস সূত্রের খবর, বছর তিনেক আগে ডিভোর্স হয় শ্বেতার। এরপর নারায়ণপুরে ওই বহুতলে মহেশ জয়সওয়ালের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। প্রাথমিক তদন্তের অনুমান, সম্পর্কে টানাপোড়েনের কারণেই আত্মহত্যা। তবে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতের লিভ-ইন পার্টনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।