Home> কলকাতা
Advertisement

কলকাতার প্রকাশ্য দিবালয়ে কেস দেওয়ার জন্য মার খেলেন ট্রাফিক সার্জেন্ট

উর্দিধারীদের অসম্মান চলছেই। কলকাতা শহরে ফের আক্রান্ত পুলিস। হেলমেটহীন বাইকচালককে কেস দেওয়ার অপরাধে, রাস্তায় দাঁড়িয়ে মার খেতে হল ট্রাফিক সার্জেন্টকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হোমগার্ড। পুলিস পিটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

কলকাতার প্রকাশ্য দিবালয়ে কেস দেওয়ার জন্য মার খেলেন ট্রাফিক সার্জেন্ট

ওয়েব ডেস্ক: উর্দিধারীদের অসম্মান চলছেই। কলকাতা শহরে ফের আক্রান্ত পুলিস। হেলমেটহীন বাইকচালককে কেস দেওয়ার অপরাধে, রাস্তায় দাঁড়িয়ে মার খেতে হল ট্রাফিক সার্জেন্টকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হোমগার্ড। পুলিস পিটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

শহরে ফের আক্রান্ত পুলিস। অফিসটাইমে দিনের আলোয় ভরা রাস্তায় একদল যুবকের হাতে মার খেতে হল ট্রাফিক সার্জেন্টকে। সার্জেন্টকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক হোমগার্ড।

পাটুলি ঢালাই ব্রিজের কাছে ডিউটি করছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট মানবেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন হোমগার্ড প্রবীর অধিকারী। হেলমেট ছাড়াই আসছিল এক বাইকচালক। সার্জেন্ট ওই বাইকচালককে দাঁড় করিয়ে কেস দেন।  

কিছুক্ষণের মধ্যেই আট-দশজন লোক নিয়ে ফিরে আসে ওই বাইকচালক। সার্জেন্ট মানবেন্দু অধিকারীর ওপর চড়াও হয় তারা। শহরের রাস্তায় দিনের আলোয় শুরু হয় উর্দিধারীকে মার।

এবারও পুলিস পিটিয়ে যথারীতি চম্পট দিয়েছে যুবকদের দল।অভিযুক্তদের একজনের নাম গোপাল হালদার বলে জানা গেছে। অভিযুক্তরা এক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে অভিযোগ। এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস।

Read More