Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: 'রিসার্চের কাজে লাগবে', ভোটের আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে বই!

Mamata Banerjee:  বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী অনুমোদন মিললেই প্রকাশ করা হবে বই।

Mamata Banerjee: 'রিসার্চের কাজে লাগবে', ভোটের  আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে বই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রিসার্চের ক্ষেত্রে কাজ লাগবে'। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তৈরি হচ্ছে বই! খসড়া তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী অনুমোদন মিললেই প্রকাশ করা হবে বই।

আরও পড়ুন:  Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় আপডেট! তিন দিন যান চলাচল বন্ধ থাকবে... কবে, কখন...

বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্য়ের আর কোনও মুখ্যমন্ত্রীর ভাষণ বই আকারে প্রকাশিত হয়নি। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর যে বক্তৃতাগুলি রয়েছে, বর্তমান প্রজন্মকে শুধু নয়, পরবর্তী প্রজন্মকেও উত্‍সাহিত করবে। রিসার্চের ক্ষেত্রে কাজ লাগবে। তত্‍কালীন রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক জীবনমান, রাজনৈতিক ধ্যান ধারনা সম্পর্কে মানুষ গভীর ধারনা লাভ করবে'।

ডেপুটি স্পিকার জানান. 'খসড়া তৈরি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। তিনি যেগুলি অনুমোদন করে দেবেন, সেগুলি আমরা প্রকাশ করব'। বিধানসভার গ্রস্থাগার কমিটি উদ্যোগের এই বই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Sodepur Girl Assault Case: কলকাতাতেই ছিল আরিয়ান! সোদপুর কাণ্ডে গ্রেফতার 'পর্ন-কুইন' শ্বেতার গুণধর ছেলে...

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে এই বই প্রকাশ উদ্যোগ অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০১১ সাল রাজ্যে পালাবদল ঘটে। প্রথমবার মুখ্য়মন্ত্রীর কুর্সিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬ ও ২০২১ নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। টানা আরও ২ বার রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলাচ্ছে মমতাই। তাঁর আমলেই চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী- স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্পগুলি। রাজনৈতিক মহলের মতে, এই বই প্রকাশের মাধ্য়মে কার্যত তৃণমূল জমানায় রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More