ই গোপী ও মৈত্রেয়ী ভট্টাচার্য: চিন্তা বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। রাজ্যে মৃত্যু হল আরও একজনের। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি ছিল বছর তেরোর ওই কিশোরী।
জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। অষ্টম শ্রেণির শ্রেণি ছাত্রী ছিল সে। প্রবল জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট। গত ১৩ ফ্রেরুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই স্কুলছাত্রীকে। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ তো ছিলই, পরে আরও শারীরিক সমস্যা দেখা দেয়। মৃত্যু হয় এদিন সকালে।
আরও পড়ুন: DA: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের দিন বদল....
শীত বিদায় নিয়েছে। ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। এই সময়ে জ্বর, সর্দি, কাশিতে ভোগেন অনেকেই। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শহরের বেশিরভাগ হাসপাতালেই শিশুদের ওয়ার্ডে বেড খালি নেই। এমনকী, মৃত্যু হয়েছে ৬ জনের! শনিবার সব জেলার সিএমওএইচ, মেডিক্যাল কলেজের কর্তা ও শিশুরোগ বিশেষজ্ঞজের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা।