Home> কলকাতা
Advertisement

ধর্ষণের জন্য কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গেল জ্যাঠা, চাঞ্চল্যকর অভিযোগ খোদ কলকাতাতেই

পরিবারের মধ্যে থেকেই এমন আঘাত? এখনও ভাবতে পারছেন না আক্রান্ত কিশোরী।  ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন কিশোরী। 

ধর্ষণের জন্য কিশোরীকে জঙ্গলে তুলে নিয়ে গেল জ্যাঠা, চাঞ্চল্যকর অভিযোগ খোদ কলকাতাতেই

নিজস্ব প্রতিবেদন:  পারিবারিক বিবাদের জের। খাস কলকাতায় কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা। অভিযোগ তারই জ্যাঠার বিরুদ্ধে। লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন:  হাসপাতালের পাশেই ‘গেস্ট হাউসে’ রমরমিয়ে চলত মধুচক্র

পরিবারের মধ্যে থেকেই এমন আঘাত? এখনও ভাবতে পারছেন না আক্রান্ত কিশোরী।  ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন কিশোরী। সন্ধেবেলায় তাঁকে তুলে জঙ্গলে নিয়ে যায় কয়েকজন। সেখানে গণধর্ষণের চেষ্টা হয়। কিশোরীর চিত্‍কার শুনে এক প্রতিবেশী মহিলা ছুটে যান। তখ কিশোরীকে ফেলে দুষ্কৃতীরা পালায়।

আরও পড়ুন: বিয়ের ফটোগ্রাফারের প্রতারণা, ২ বছর পরও মিলল না ছবি

কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, হামলাকারীরা পরিচিত। কিশোরীরই আত্মীয়। সম্পর্কে জ্যাঠা। অন্তত এমনটাই অভিযোগ কিশোরীর। আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিত্‍সাধীন কিশোরী। লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

Read More