Home> কলকাতা
Advertisement

সন্তান না হওয়ায় গঞ্জনা, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

সন্তান না হওয়ায় গঞ্জনা সইতে হত। চলত দিনের পর দিন ধরে অত্যাচার। অপমানে তাই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। নারকেলডাঙা থানা এলাকার ২৯ নং ওয়ার্ডের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিস। ২০০৭ সালে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় বিনোদ শ'এর। অভিযোগ বিয়ের ২ বছর পর থেকেই শুরু হয়ে যায় অত্যাচার।

সন্তান না হওয়ায় গঞ্জনা, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

ওয়েব ডেস্ক: সন্তান না হওয়ায় গঞ্জনা সইতে হত। চলত দিনের পর দিন ধরে অত্যাচার। অপমানে তাই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। নারকেলডাঙা থানা এলাকার ২৯ নং ওয়ার্ডের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিস। ২০০৭ সালে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় বিনোদ শ'এর। অভিযোগ বিয়ের ২ বছর পর থেকেই শুরু হয়ে যায় অত্যাচার।

আরও পড়ুন শেষবেলায় মারকাটারি ব্যাটিং শীতের, আজ আরও নামল তাপমাত্রার পারদ

গতকাল বিনোদ শ্বশুরবাড়িতে ফোন করে জানায় বাড়িতে আগুন লেগেছে। বাড়ির লোকজন পৌঁছনোর আগে স্থানীয়রা মহিলাকে NRS হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা এখন গুরুতর।চিকিত্সাব চলছে।

আরও পড়ুন  পুলিসের ভুঁড়ি মামলায় নতুন করে হলফনামার নির্দেশ হাইকোর্টের

Read More