Home> কলকাতা
Advertisement

Entally Robbery: এন্টালিতে আড়াই কোটির কেপমারি, মাস্টারমাইন্ড কলকাতা পুলিসের 'ডাকাবুকো' কর্মী!

Entally Robbery: পুলিস সূত্রে খবর,  ধৃত কনস্টেবলের নাম মিন্টু সরকার।  কলকাতা পুলিসের স্পেশাল টাক্স ফোর্সে কর্মরত তিনি। বাড়ি, দক্ষিণ দিনাজপুরে।

 Entally Robbery: এন্টালিতে আড়াই কোটির কেপমারি, মাস্টারমাইন্ড কলকাতা পুলিসের 'ডাকাবুকো' কর্মী!

রণয় তেওয়ারি: রক্ষকই ভক্ষকই! এন্টালিতে অস্ত্র দেখিয়ে কোটি টাকা লুঠের ঘটনায় এবার গ্রেফতার কলকাতা পুলিসেরই এক কনস্টেবল। পুলিস সূত্রে খবর, ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন তিনি। ধৃতকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

আরও পড়ুন:  Dilip-Rinku Son Death: 'প্রীতমের নেশার সমস্যা ছিল, একটা তরতাজা ছেলে...', যুবসমাজকে সচেতন হওয়ার বার্তা দিলীপের

খাস কলকাতায় রাস্তায় দিনেদুপুরে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুঠ!  ঘটনার তদন্তে নেমে ৬ জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃতদের জেরা করেই কলকাতা পুলিসের কনস্টেবল মিন্টু সরকারের নাম ওঠে আসে। গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। কলকাতা পুলিসের স্পেশাল টাক্স ফোর্সে কর্মরত মিন্টু। বাড়ি, দক্ষিণ দিনাজপুরে।

 পুলিস সূ্ত্রে খবর, গত ৫ মে বেলার দিকে  নগদ ২ কোটি ৬৬ লক্ষ টাকা নিয়ে পার্ক সার্কাসের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন বৈদেশিক মুদ্রা বিনিময়কারী একটি সংস্থার দুই কর্মী। ধর্মতলায় এসএস ব্য়ানার্জি রোড থেকে ট্যাক্সিতে ওঠেছিলেন তাঁরা। এরপর ফিলিপস মোড়ে দুই ব্য়ক্তি অস্ত্র দেখিয়ে জোর করে ট্যাক্সিতে ওঠে পড়েন বলে অভিযোগ। শেষে ট্যাক্সিটিকে কামারডাঙ্গা এলাকায় নিয়ে গিয়ে  ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা।

এই ঘটনায় বৈদেশিক মুদ্রা বিনিময়কারী একটি সংস্থার সংস্থার তরফে পুলিসে অভিযোগ দায়ের করেন সম্রাট ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিস। ভারতীয় ন্যায় সংহিতার ৩১০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে, চিনার পার্কে ইনকাম ট্যাক্স অফিসার সেজে  ২৫ ভরি সোনা, ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছিল ৫ CISF কর্মী-সহ ৮ জনকে। ধৃতদের মধ্যে একজন আবার চার মাস আগে আরজি করে কর্মরত ছিলেন বলে খবর।

আরও পড়ুন:  Dumdum Local Derail: দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল! বেলাইন... বড় দুর্ঘটনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More