Home> কলকাতা
Advertisement

Newtown: বহু ডাকাডাকিতেও সাড়া দেয়নি ভাড়াটে, দরজা ভাঙতেই সকলের 'হাড়হিম'

দ্বিতীয় চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরের গেটের তালা খোলে বাড়িওয়ালা, এরপর দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। 

 Newtown: বহু ডাকাডাকিতেও সাড়া দেয়নি ভাড়াটে, দরজা ভাঙতেই সকলের 'হাড়হিম'

নিজস্ব প্রতিবেদন: নিউটাউনের সাপুরজি আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা দেহ। ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শীর্ষেন্দু দে। বয়স ৪০। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে ব্যক্তির বাড়ির বারাসতের টাকি রোডে। কাজের সূত্রে, সাপুরজি আবাসনের ওই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন তিনি। প্রায় এক বছর ধরে ভাড়া ছিলেন।

বাসিন্দাদের সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভাড়া বাকি ছিল। সেই কারণে মালিক বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করলেও, যোগাযোগ করতে পারেননি। শেষে বুধবার দুপুরে ফ্ল্যাটে যান তিনি। দ্বিতীয় চাবি দিয়ে ফ্ল্যাটের বাইরের গেটের তালা খুলে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। এরপর তিনি পুলিসকে খবর দেন। ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিস। তাঁরা দরজা ভেঙে শীর্ষেন্দু দে'র পচাগলা দেহ দেখতে পান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।

আরও পড়ুন: Kunal on Anubrata: 'অন্যায় করিনি, যে যখন ডেকেছে আমি গিয়েছি, অভিষেকও গিয়েছে'; অনুব্রত নিয়ে কৌশলী কুণাল

আরও পড়ুন: Baisakhi Banerjee Divorce: বৈশাখী-মনোজিৎ বিচ্ছেদ সম্পন্ন, 'দায়িত্ব নিতে পিছ পা হব না'; বললেন শোভন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More