Home> কলকাতা
Advertisement

কলকাতায় ফের নতুন রোগী, করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি বৃদ্ধা

করোনা সতর্কতায় কোনও ফাঁক রাখতে চাইছে না সরকার। রোগীর দেহের লক্ষণ অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

কলকাতায় ফের নতুন রোগী, করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের করোনা ত্রাস একধাপ বাড়িয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হলেন এক বৃদ্ধা। সন্দেহ তিনি করোনা আক্রান্ত। দিন ১৫ আগেই বিদেশ থেকে ফিরেছেন তাঁর ছেলে। তবে আশার কথা এর আগে নমুনা পরীক্ষায় পাঠানো ৫৮ জনের দেহে রোগ সংক্রমণের কোনও লক্ষণ মেলেনি। করোনা সতর্কতায় কোনও ফাঁক রাখতে চাইছে না সরকার। রোগীর দেহের লক্ষণ অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি যাচ্ছে মাধ্যমিকের উত্তরপত্র, উদ্ধার করলেন এক ব্যক্তি

রাজ্যের মানুষকে চারভাগে ভাগ করা হয়েছে। এক, বিদেশ থেকে আগত অসুস্থ রোগী। দুই, এখান থেকেই রোগীর শরীরে মিলেছে করোনার লক্ষণ। সংক্রমণ ধরা পড়েনি এমন মানুষ। বিদেশ থেকে আসা নীরোগ ব্যক্তি। রোগ সনাক্ত করতে সার্ভে করার জন্য এই চারভাগেই ভাগ করা হয়েছে।

আরও পড়ুন:  অবাধ প্রবেশ নয়, করোনা ঠেকাতে একাধিক নিষেধাজ্ঞা বেলুড়মঠে

উল্লেখ্য, মোট ১০ জন ভর্তি রয়েছেন বেলেঘাটা। এরমধ্যে ১ জন সুইজারল্যান্ড থেকে ফিরেছেন সদ্য। হাসপাতাল সূত্রের খবর, ৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যাদের কারোর দেহেই মেলেনি করোনার সংক্রমণ। এই ১০ জনেরও নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে। 

Read More