Home> কলকাতা
Advertisement

Accident: বাস থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! 'পুলিস খবর দেয়নি', হাসপাতালে বিক্ষোভ পরিবারের..

'আমার ছেলে স্কুলে গিয়েছিল সকালবেলায়। আমাকে ফোন করল, আমি বাড়ি আসছি। তারপর আর আসছে না। আমাদের রিক্সাওয়ালা খবর দিল আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিস আমাদের কোনও খবর দেয়নি। থানায় কেউ কিছু বলছে না। আমরা পুলিসকে পায়ে ধরেছি, তারপর বলছে বারাসত হাসপাতালে নিয়ে গিয়েছে। বারাসতে কেন আনল এত কাছে সবকিছু! এখানে বলছে ও নেই'!  

Accident: বাস থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! 'পুলিস খবর দেয়নি', হাসপাতালে বিক্ষোভ পরিবারের..

মনোজ মণ্ডল: স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না! বাস থেকে পড়ে মৃত্যু হল একাদশ শ্রেণির পড়য়ার। দুর্ঘটনা ঘটনা ঘটল ভিআইপি রোডের হলদিরাম জংশনে। এদিকে পরিবারের লোকেরা কিছুই জানতেন না! তাঁদের দাবি, হাসপাতাল ও পুলিসে তরফে কোনও খবরই দেওয়া হয়নি। শেষপর্যন্ত যখন হাসপাতালে পৌঁছন, ততক্ষণে ওই পড়়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয়েছে মর্গে! হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:  Train Service: 'খবরটি সত্য নয়', শনি ও রবিবার শিয়ালদহে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক!

পুলিস সূত্রে খবর, মৃতের নাম অঙ্গীকার দাশগুপ্ত। বাগুইআটি এক স্কুলের একাদশ শ্রেণি ছাত্রী ছিল সে। গতকাল, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার জন্য বাস ধরেছিল অঙ্গীকার। কিন্তু ভিআইপি রোডের হলদিরাম জংশনে বাস থেকে পড়ে যায় ওই পড়য়া। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে থেকে বারাসত হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। বারাসত হাসপাতালে অঙ্গীকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

আরও পড়ুন:  Calcutta High Court| BJP: CESC-র বিদ্যুত্‍ মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের!

এদিকে স্কুল থেকে না ফেরায় ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। মৃতের মা বলেন, 'আমার ছেলে স্কুলে গিয়েছিল সকালবেলায়। আমাকে ফোন করল, আমি বাড়ি আসছি। তারপর আর আসছে না। আমাদের রিক্সাওয়ালা খবর দিল আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিস আমাদের কোনও খবর দেয়নি। থানায় কেউ কিছু বলছে না। আমরা পুলিসকে পায়ে ধরেছি, তারপর বলছে বারাসত হাসপাতালে নিয়ে গিয়েছে। বারাসতে কেন আনল এত কাছে সবকিছু! এখানে বলছে ও নেই'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More