Home> কলকাতা
Advertisement

বিধানসভায় কংগ্রেসের আসনে বসে ‘জয় শ্রী রাম’ স্লোগান, দুলাল বরকে সতর্ক করলেন মান্নান

প্রসঙ্গত, কংগ্রেস থেকে প্রথমে তৃণমূল, পরে আবার বিজেপিতে যোগ দেন বাগদার বিধায়ক দুলাল বর।

 বিধানসভায় কংগ্রেসের আসনে বসে ‘জয় শ্রী রাম’ স্লোগান,  দুলাল বরকে সতর্ক করলেন মান্নান

নিজস্ব প্রতিবেদন:   অধিবেশন চলাকালীনই ‘জয় শ্রী রাম’ বলে উঠলেন বিধায়ক। তাও আবার কংগ্রেসের কক্ষে বসে। আর  তাতেই বিপত্তি।   বিধানসভায় দাঁড়িয়েই বাগদার বিধায়ক দুলাল বরকে ভর্তসনা আবদুল মান্নানের। বললেন, ‘কংগ্রেসের ঘরে আর ঢুকতে দেব না।’

 

প্রসঙ্গত, কংগ্রেস থেকে প্রথমে তৃণমূল, পরে আবার বিজেপিতে যোগ দেন বাগদার বিধায়ক দুলাল বর। দলত্যাগী দুলাল বরের ওপর প্রথম থেকেই বিরক্ত ছিলেন আবদুল মান্নান। কারণ দুলাল বর এখনও কংগ্রেসের পরিষদীয় ঘরেই বসেন। মঙ্গলবার অধিবেশন চলাকালানীই কংগ্রেসের আসনে বসে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন দুলাল বর। আর তাতেই ক্ষেপে যান আবদুল মান্নান।

কাটমানির 'বখরা' নিয়ে শাসকদলে গোষ্ঠীসংঘর্ষ বীরভূমে, বোমাবাজি, ঘেরাও

কেন কংগ্রেসের আসনে বসে এই স্লোগান দিলেন দুলাল বর, তা প্রশ্ন তুলে ক্ষোভ দেখাতে থাকেন তিনি। সরাসরি দুলাল বরকে সর্তকও করেন। তিনি বলেন, “এরম করলে তোকে আর কংগ্রেস এর ঘরে ঢুকতে দেব না।” পরে অবশ্য পরিস্থিতি ঠিক হয়ে যায়।

Read More