প্রবীর চক্রবর্তী: বেশকিছুদিন প্রচারের আলোর বাইরেই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়সড় কোনও দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। এক মধ্যেই গত সপ্তাহে তৃণমূলের নবীন-প্রবীণ সংঘাত সামনে চলে এসেছে। দলের প্রবীণদের নিশানা করতেও দেখা গিয়েছে দলের কয়েকজন নেতাকে। সেই বিতর্ক কিছুটা থিতিয়েও গিয়েছে। এরকম এক পরিস্থিতিতে আগামিকাল ডায়মন্ডহারবার কেন্দ্রের পৈলানে তাঁর মেগা সভা পৈলান যুব সংঘের মাঠে। সেই সভা থেকে অভিষেক কী ঘোষণা করেন তার দিকেই তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা।
আরও পড়ুন-'হ্যালো' পয়েন্টে পৌঁছল আদিত্য! এবার জানা যাবে সূর্যরহস্য...
অনেক আগেই ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ফর্ম পূরণেরও উদ্যোগ নিয়ে করিয়েছিলেন। প্রতিশ্রুতিমতো রবিবার ডায়মন্ডহারবার কেন্দ্রের বয়স্ক মানুষদের সাধ্যমত বার্ধক্যভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ৭০ হাজার মানুষকে সাহায্যের কথা বলেছিলেন অভিষেক। তবে আবেদন জমা পড়ে এক লক্ষেরও বেশি।
রবিবার পৈলানের ওই কর্মসূচিকে ঘিরে অনেকগুলি তাত্পর্যপূর্ণ বিষয় উঠে আসছে। নতুন বছর নিজের লোকসভা কেন্দ্রে এটাই তাঁর প্রথম সভা। সাংসদ হিসেবে শনিবার তাঁর ১০ বছর পূর্ণ করলেন অভিষেক। সূত্রের খবর আগামিকাল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। ২০১৯ সালে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে ভোটে জিতেছিলেন তিনি। তবে এবার সেই ব্যবধধান বেড়ে ৪ লাখ হবে বলে তিনি দাবি করেছেন। ফলে আগামিকাল পৈলানের সভা থেকে তিনি কী ঘোষণা করেন সেটাই এখন দেখার।
এদিকে, পৈলান যুব সংঘের মাঠের ওই সভার জন্য যুদ্ধকালীন তংপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ডায়মন্ডহারবার লোকসভায় যে ৭টি বিধানসভা, পৌরসভার ও মিউনিসিপ্যালিটি রয়েছে সেই সকল এলাকায় ৬০ বছরের বেশি বয়সের মানুষদের হাতে বার্ধক্যভাতার চেক তুলে দেওয়া হবে। যারা দুয়ারে সরকার শিবিরে আবেদন জানিয়েছিলেন তাদের হাতে ১০০০ টাকার চেক তুলে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর ১০ নভেম্বর ডায়মন্ডহারবার কেন্দ্রের বয়স্ক মানুষদের বার্ধক্যভাতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের আমি কথা দিচ্ছি, ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছেন। তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ডায়মন্ডহারবার কেন্দ্রে ৭০ হাজার মহিলা যারা নিজেদের নাম নথিভূক্ত করেছেন নতুন বছরে আর্থিক সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)