প্রবীর চক্রবর্তী: বাংলা নববর্ষের দিনই একের পর এক ধাক্কা তৃণমূল শিবিরে। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশি, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নাম উঠল নিয়োগ দুর্নীতিতে। পাশাপাশি একসময় নলহাটির তৃণমূল নেতা বিভাস অধিকারী নতুন দল ঘোষণা করলেন। এই দিন তৃণমূল সূত্রে খবর হল, ইদের পর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-গোপাল দলপতির হেঁড়িয়ার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, ছেলের সম্পর্কে কী বললেন মা
রাজনৈতিক মহলের ধারনা, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের কৌশল বদল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, বাঁকুড়ায় সভা করেছেন অভিষেক। এবার পঞ্চায়েত নির্বাচনের কতা মাথায় রেখে টানা প্রচারে থাকবেন অভিষেক। পাহাড় থেকে সমতল চানা ২০-২৫ দিনের একচি কর্মসূচি নিচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, রাজ্যের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সেখানে মানুষ কী বলছেন, তাঁদের অভাব অভিযোগের কথা তিনি শুনবেন, বুথের কী অবস্থা, প্রার্থী বাছাই কীভাবে হচ্ছে তা তিনি পর্যালোচনা করবেন। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন।
এমাসেই ৭টি সভা করেছেন অভিষেক। এপ্রিলে আরও ৫টি সভা রয়েছে। প্রবল গরমের জন্য বাকী সভাগুলে এঅখন করবেন না বলে জানা যাচ্ছে। তার পরিবর্তে পাহাড় থেকে গ্রামে ছোট ছোট সভায় মানুষের সঙ্গে কথা বলবেন। তাই এভাবেই নতুন এক প্রচার কৌশল নিয়ে রাজ্যের নামছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
জানা যাচ্ছে, মানুষের অভাব অভিযোগ যেমন শুনবেন তেমনি কেন্দ্রর বঞ্চনা নিয়ে তৃণমূলের যে বক্তব্য তা তিনি মানুষের সামনে তুলে ধরবেন। যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন হবে সেখানেই সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন অভিষেক।